২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে বর্ডার-গাভাসকর ট্রফি। ইতিমধ্যেই ভারতীয় দল অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর এখন ঘুরে দাঁড়ানোই মূল লক্ষ্য টিম ইন্ডিয়ার। তবে শেষ সিরিজের পর রোহিত-বিরাটের ফর্ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন প্রাক্তন অজি ক্রিকেটার মাইকেল হাসি। ফক্স স্পোর্টসের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ম্যাচের পরই অজিরা খুঁজে পাবে যে ভারত ‘মানসিকভাবে এবং দক্ষতার দৃষ্টিকোণ থেকে’ কোথায় অবস্থান করছে। হাসি আরও বলেছেন, ভারতীয় দলে এমন অনেক খেলোয়াড় রয়েছে যারা ভিড় টানার ক্ষমতা রাখে।
হাসি বলেন, ‘আমরা প্রথম টেস্ট ম্যাচে খুঁজে বের করব তারা মানসিকভাবে এবং দক্ষতার দৃষ্টিকোণ থেকে কোথায় দাঁড়িয়ে আছে। তাদের দলে এমন কিছু খেলোয়াড় রয়েছে যারা নিজের খেলার মাধ্যমে প্রচুর ভিড় টানার ক্ষমতা রাখে।’ এই প্রাক্তন অস্ট্রেলিয়ার ক্রিকেটার মনে করেন রোহিত-বিরাট যতই সমালোচলিত হোক না কেন তাঁরা সবসময় পারফরম্যান্স করেন। তিনি বলেন, ‘আমরা অতীতে অনেকবার দেখেছি - তারা সমালোচনার মুখে পড়ে, কিন্তু তারা বেরিয়ে আসে এবং সত্যিই ভালো পারফর্ম করে। তাই আমি আশা করি তারা অস্ট্রেলিয়ায় ভালো পারফর্ম করবে। তারা গর্বিত ভারতীয় এবং গর্বিত টেস্ট খেলোয়াড়। তবে আমি এখনও মনে করি অস্ট্রেলিয়া ফেভারিট হিসেবেই সিরিজ শুরু করবে।’
এর আগে প্রাক্তন অস্ট্রেলিয়ার ক্রিকেটার রিকি পন্টিং রোহিত-বিরাটের ফর্ম নিয়ে সমালোচনা করেছিলেন। তিনি সরাসরি প্রশ্ন তুলেছিলেন বিরাট কোহলির প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে। পন্টিং এও দাবি করেছিলেন যে যদি এটা বিরাট না হয়ে অন্য কোনও ক্রিকেটার হতেন তাহলে এতদিনে তাঁকে দলের বাইরে চলে যেতে হতো। তবে এটা নিয়ে পাল্টা মুখ খোলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার আগে রবিবার মুম্বইয়ে এক প্রেস কনফারেন্স তিনি বলেন, ‘ভারতীয় ক্রিকেটের সঙ্গে রিকি পন্টিংয়ের কী সম্পর্ক? অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ে তার ভাবা উচিত। আমার তাদের নিয়ে কোনও চিন্তা নেই।’ ২০২৪ সালে এখনও পর্যন্ত খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে এই দুই ব্যাটসম্যান। এই বছর রোহিত ১১ টেস্ট ম্যাচে ৫৮৮ রান করেছেন, গড় ২৯.৪০। অন্যদিকে কোহলি ৬টি টেস্ট ম্যাচে মাত্র ২৫০ রান করেছেন, গড় ২২.৭২। তাঁদের ফর্ম অবশ্যই মাথা ব্যাথার কারণ, ভারতকে অস্ট্রেলিয়ায় সিরিজ জিততে হলে এই দুই ব্যাটসম্যানের ব্যাট থেকে বড় রান আসা জরুরি।