শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টও জয়ের পথে অস্ট্রেলিয়া। উপমহাদেশীয় উইকেটে দুরন্ত পারফরম্যান্স অজি স্পিনারদের। যা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিঃসন্দেহে ভালো খবর। প্রথম দু’দিনের মতো তৃতীয় দিনেও নিজেদের দাপট অব্যাহত রাখে স্মিথরা। বর্তমানে খেলার যা পরিস্থিতি তাতে করে চতুর্থ দিনেই খেলা শেষ হয়ে যাবে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৩ উইকেট হারিয়ে ৩৩০। লিড ছিল ৭৩ রানের। দুরন্ত ব্যাটিং করেন স্টিভ স্মিথ এবং অ্যালেক্স ক্যারি। ২৩৯ বলে ১২০ রান করে অপরাজিত ছিলেন স্মিথ। অন্যদিকে ১৫৬ বলে ১৩৯ রান করে অপরাজিত ছিলেন ক্যারি।
তৃতীয় সকালে খেলা শুরু হলে অবশ্য দাপট দেখায় লঙ্কান বোলাররা। স্মিথকে ১৩১ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান প্রবথ জয়সূর্য। এরপর ব্যাট করতে আসেন জোশ ইংলিশ। তিনি মাত্র ২ বলের জন্য স্থায়ী হন ক্রিজে। প্রবথের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরত যান তিনি। এরপর একের পর এক উইকেট হারাতে শুরু করে অস্ট্রেলিয়া। গতকালের ১৫৬ রানের পর এদিন ১ রানও ব্যক্তিগত স্কোরে যোগ করতে পারেননি ক্যারি। তিনিও আউট হন জয়সূর্যর বলে।
সব মিলিয়ে ৩৮ ওভার বল করে ১৫১ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। এছাড়াও ৩১ ওভার বল করে ৯৪ রান দিয়ে ৩ উইকেট নেন নিশান পেইরিস এবং ২২.৪ ওভার বল করে ৮১ রান দিয়ে ২ উইকেট নেন রমেশ মেন্ডিস। স্মিথ এবং ক্যারি আউট হওয়ার হওয়ার পর ব্যাট হাতে অজি ইনিংসে একমাত্র লড়াই দেন বিউ ওয়েবস্টার। তিনি ৬২ বলে ৩১ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ৪১৪ রান তোলে অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের একবার ব্যাটিং বিপর্যয়ের মুখে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের পর এবারও রান করতে ব্যর্থ হন নিজের শততম এবং শেষ টেস্ট খেলা দিমুথ করুণারত্নে। ২৮ বলে ১৪ রান করে ম্যাথু কুনম্যানের বলে আউট হন তিনি। শ্রীলঙ্কার হয়ে একমাত্র ভালো ব্যাটিং করেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ এবং কুশল মেন্ডিস। ১৪৯ বলে ৭৬ রান করে নাথান লিয়নের বলে আউট হন ম্যাথিউজ। তবে এখনও লড়াই চালাচ্ছেন কুশল। তিনি ৫০ বলে ৪৮ রান করে অপরাজিত রয়েছেন। তৃতীয় দিনের খেলার শেষে শ্রীলঙ্কার স্কোর ৮ উইকেট হারিয়ে ২১১। লিড রয়েছে ৫৪ রানের। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে ৪ উইকেট নিয়েছেন কুনম্যান এবং ৩ উইকেট নিয়েছেন লিয়ন। এছাড়াও ১টি উইকেট নেন বিউ ওয়েবস্টার।