বর্ডার গাভাসকর ট্রফিতে অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ার ক্রিকেটার নাথান ম্যাকসুইনির। প্রথম ৩টি টেস্টে ওপেনার হিসেবে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে সেই ভাবে নজর কাড়া পারফরম্যান্স না করতে পারায় দল থেকে বাদ দেওয়া হয় তাঁকে। তাঁর জায়গায় সুযোগ পান স্যাম কনস্টাস। তবে দল থেকে বাদ পড়ার পরেও ফের একবার কামব্যাক করার জন্য মরিয়া ছিলেন ম্যাকসুইনি। তিনি নিজেই জানিয়েছিলেন সেই কথা। এক সাক্ষাৎকারে ম্যাকসুইনি বলেছিলেন, ‘আমি ফেরার জন্য মুখিয়ে রয়েছি (টেস্ট ক্রিকেটে)। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। উসি (উসমান খোয়াজা) খুবই দারুন ক্রিকেটার, কিন্তু যখন আমি সুযোগ পাব তখন সেটাকে কাজে লাগাতে চাইব।’
তবে সুযোগের জন্য খুব বেশিদিন অপেক্ষা করতে হয়নি তাঁকে। শ্রীলঙ্কা সফরের জন্য যেই দল দল ঘোষণা করা হয়েছে তাতে নাম রয়েছে নাথান ম্যাকসুইনির। আরও একবার জাতীয় দলে সুযোগ পাওয়ার পর নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। ম্যাকসুইনি বলেছেন, ‘অবশ্যই ভালো লাগছে, বিশেষ করে গত দু’মাস যা কঠিন গেছে। এটা শেষ বারের সুযোগটার থেকে বেশি স্পেশাল। আমি আমার প্রথম ৩টি টেস্ট ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। আশা করব এই সফরে সুযোগ পেলে সেখান থেকেও অনেক কিছু শিখতে পারব। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
এই অজি ব্যাটার স্বীকার করে নিয়েছেন যে শ্রীলঙ্কায় খেলাটা চ্যালেঞ্জের হবে তবে তিনি সেটি নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। নাথান বলেন, ‘আমি জানি খেলাটা চ্যালেঞ্জের হবে। তবে আমি যখন একবার স্থির করেছি তখন করে দেখাবই। অস্ট্রেলিয়ায় স্পিন খেলা এবং শ্রীলঙ্কায় স্পিন খেলা - দুটো ভিন্ন বিষয়। আমি অস্ট্রেলিয়ায় একধরণের পরিকল্পনা অবলম্বন করতাম। এখানে অবশ্যই অন্যরকম পরিকল্পনা নিতে হবে।’
উল্লেখ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ২৯ জানুয়ারি থেকে। দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ৬ ফেব্রুয়ারি থেকে। প্রত্যেকটি টেস্ট ম্যাচই খেলা হবে গলে। অস্ট্রেলিয়ার কাছে এই সিরিজের গুরুত্ব নেই। ইতিমধ্যেই ভারতকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে তারা। আগামী জুন মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে WTC-র শিরোপা দখলের লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া। তাই ভারতের বিরুদ্ধে খেলা দলের একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে এই সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছে।