আইসিসির দলগত ব়্যাঙ্কিং তালিকায় বার্ষিক আপডেটের পরে বিরাট লাভ হল অস্ট্রেলিয়ার। শুক্রবার টেস্ট, ওয়ান ডে টি-২০ ক্রিকেটের দলগত ব়্যাঙ্কিং তালিকা প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। টেস্ট ব়্যাঙ্কিংয়ে ভারতকে টপকে এক নম্বরে উঠে আসে অজিরা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিরুদ্ধে জয় তুলে নেওয়াই এক্ষেত্রে বাড়তি সুবিধা দেয় অস্ট্রেলিয়াকে। অজিদের উত্থানে টেস্টের দলগত ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে নেমে যায় ভারত। ফলে আর তিন ফর্ম্যাটেই বিশ্বের এক নম্বর দল থাকা হল না টিম ইন্ডিয়ার।
টেস্টের মুকুট খোয়াতে হলেও ওয়ান ডে ও টি-২০ সিংহাসন ধরে রাখে ভারত। অস্ট্রেলিয়া টেস্টের মতো টি-২০ ব়্যাঙ্কিংয়েও এক ধাপ উন্নতি করেছে। তারা তিন থেকে লাফিয়ে দুইয়ে উঠে এসেছে। ওয়ান ডে ব়্যাঙ্কিংয়েও অজিরা রয়েছে দ্বিতীয় স্থানে।
ওয়ান ডে ব়্যাঙ্কিং তালিকায় উল্লেখযোগ্য বদল বলতে জিম্বাবোয়েকে টপকে ১১ নম্বরে উঠে এসেছে আয়ারল্যান্ড। দক্ষিণ আফ্রিকা টি-২০ ব়্যাঙ্কিংয়ে ২ ধাপ উন্নতি করে চার নম্বরে অবস্থান করছে। ওয়েস্ট ইন্ডিজ এক ধাপ উঠে ছয় নম্বরে রয়েছে। পাকিস্তান টি-২০ ব়্যাঙ্কিং তালিকায় ২ ধাপ নেমে গিয়ে ৭ নম্বরে চলে গিয়েছে।
আইসিসির দলগত টেস্ট ব়্যাঙ্কিং:-
১. অস্ট্রেলিয়া- ১২৪ পয়েন্ট।
২. ভারত- ১২০ পয়েন্ট।
৩. ইংল্যান্ড- ১০৫ পয়েন্ট।
৪. দক্ষিণ আফ্রিকা- ১০৩ পয়েন্ট।
৫. নিউজিল্যান্ড- ৯৬ পয়েন্ট।
৬. পাকিস্তান- ৮৯ পয়েন্ট।
৭. শ্রীলঙ্কা- ৮৩ পয়েন্ট।
৮. ওয়েস্ট ইন্ডিজ- ৮২ পয়েন্ট।
৯. বাংলাদেশ- ৫৩ পয়েন্ট।
১০. জিম্বাবোয়ে- ২৩ পয়েন্ট।
১১. আয়ারল্যান্ড- ১৫ পয়েন্ট।
১২. আফগানিস্তান- ০ পয়েন্ট।
আইসিসির দলগত ওয়ান ডে ব়্যাঙ্কিং:-
১. ভারত- ১২২ পয়েন্ট।
২. অস্ট্রেলিয়া- ১১৬ পয়েন্ট।
৩. দক্ষিণ আফ্রিকা- ১১২ পয়েন্ট।
৪. পাকিস্তান- ১০৬ পয়েন্ট।
৫. নিউজিল্যান্ড- ১০১ পয়েন্ট।
৬. ইংল্যান্ড- ৯৫ পয়েন্ট।
৭. শ্রীলঙ্কা- ৯৩ পয়েন্ট।
৮. বাংলাদেশ- ৮৬ পয়েন্ট।
৯. আফগানিস্তান- ৮০ পয়েন্ট।
১০. ওয়েস্ট ইন্ডিজ- ৬৯ পয়েন্ট।
১১. আয়ারল্যান্ড- ৫০ পয়েন্ট।
১২. জিম্বাবোয়ে- ৪৯ পয়েন্ট।
আইসিসির দলগত টি-২০ ব়্যাঙ্কিং:-
১. ভারত- ২৬৪ পয়েন্ট।
২. অস্ট্রেলিয়া- ২৫৭ পয়েন্ট।
৩. ইংল্যান্ড- ২৫২ পয়েন্ট।
৪. দক্ষিণ আফ্রিকা- ২৫০ পয়েন্ট।
৫. নিউজিল্যান্ড- ২৫০ পয়েন্ট।
৬. ওয়েস্ট ইন্ডিজ- ২৪৯ পয়েন্ট।
৭. পাকিস্তান- ২৪৭ পয়েন্ট।
৮. শ্রীলঙ্কা- ২৩২ পয়েন্ট।
৯. বাংলাদেশ- ২৩১ পয়েন্ট।
১০. আফগানিস্তান- ২১৭ পয়েন্ট।
১১. আয়ারল্যান্ড- ১৯২ পয়েন্ট।
১২. স্কটল্যান্ড- ১৯২ পয়েন্ট।