অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে পরাজিত হয়েছে ভারত। বর্ডার গাভাসকর ট্রফির ৫ ম্যাচের সিরিজে এখন ফলাফল ১-১। ১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে শুরু হবে তৃতীয় টেস্ট। তার আগে গাব্বার পিচ নিয়ে বড় খবর সামনে চলে এলো। ম্যাচ জিততে বাড়তি বাউন্স ভরসা অজিদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বিচারে দু’দলের কাছেই যথেষ্ট গুরুত্বপূর্ণ এই সিরিজ। বর্তমানে WTC-র পয়েন্ট টেবিলে ২ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া এবং ৩ নম্বরে রয়েছে ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতে ১ নম্বরে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। ফলে বাড়তি চাপ রয়েছে ভারত-অস্ট্রেলিয়ার উপর। এরকম পরিস্থিতিতে ঘরের মাঠে খেলার পুরো ফায়দা তুলতে মরিয়া অজি শিবির।
অস্ট্রেলিয়ার সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, বড় দিনের আগে গাব্বায় খেলা ৬১টি ম্যাচের মধ্যে মাত্র ৭টিতে পরাজিত হয়েছে অজিরা। অন্য দিকে বড় দিনের পরে খেলা ৫টি টেস্টের মধ্যে ৩টিতেই পরাজিত হয়েছে তারা। যার মধ্যে ২টি হার বিগত ৩ বছরে এসেছে। এর আগে ২০২০-২১ সালে যখন অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারত তখন এই ভেন্যুতে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। তবে আসন্ন টেস্ট নিয়ে পিচ কিউরেটর ডেভিড স্যান্ডুরস্কি জানিয়েছেন, উইকেট এবার অন্য রকম হবে। তিনি বলেন, ‘এটা বছরের অন্য একটা সময়, অবশ্যই পিচটাও আলাদা হবে। পরের দিকে পিচে ফাটল দেখা দেবে। সেশনের শুরুর দিকে উইকেট সতেজ থাকবে।’ তবে পিচ কিউরেটর স্পষ্ট করে জানিয়েছেন, উইকেট তৈরির ক্ষেত্রে কোনও আলাদা পন্থা নেওয়া হয়নি। সাধারণত যেই ভাবে পিচ তৈরি করে থাকে গ্রাউন্ড স্টাফরা সেটাই ফলো করেছে।
স্যান্ডুরস্কি বলেন, ‘আমরা যেই ভাবে পিচ তৈরি করে থাকি ঠিক সেই ভাবেই তৈরি করছি। গাব্বা বরাবরই পেস এবং বাউন্সের জন্য পরিচিত, এবারও সেটাই হবে। আমরা প্রত্যেক বছর চিরাচরিত গাব্বার উইকেট তৈরি করার চেষ্টা করে থাকি।’ স্যান্ডুরস্কি সতর্ক করেছেন টপ অর্ডার ব্যাটসম্যানদের। তিনি জানিয়েছেন, শেফিল্ড শিল্ডে ভিক্টরিয়া বনাম কুইন্সল্যান্ডের ম্যাচে যেরকম উইকেট ছিল সেরকমই উইকেট হবে দ্বিতীয় টেস্টে। সেই ম্যাচে প্রথম দিনে ১৫ উইকেট পড়তে দেখা গিয়েছিল। ফলে বোঝাই যাচ্ছে লড়াই কঠিন হবে। পিচ কিউরেটর বলেন, ‘এমন উইকেট তৈরির চেষ্টা করছি যাতে ব্যাটসম্যান এবং বোলারদের মধ্যে ভারসাম্য বজায় থাকে। আশা করব সবার জন্যই কিছু না কিছু থাকবে।’ উল্লেখ্য, গত দু’দিন ধরে ব্রিসবেনে বৃষ্টি হচ্ছে, যেই কারণে অস্ট্রেলিয়াকে অন্য জায়গায় প্রস্তুতি সারতে হচ্ছে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে।