বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার ১৩ জনের স্কোয়াডে রয়েছে চমক। যদিও একেবারে অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেননি অজি নির্বাচকরা।
আসলে ভারতের বিরুদ্ধে পারথ টেস্টে ওপেন করতে নামবেন ন্যাথন ম্যাকসুইনি, যিনি ভারতীয় এ-দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট সিরিজে দুর্দান্ত ব্যাট করেন। ঘরোয়া লাল বলের ক্রিকেটে ম্যাকসুইনির সাম্প্রতিক পারফর্ম্যান্সই তাঁকে টেস্ট স্কোয়াডের ওপেনার হিসেবে দাবিদাবি করে তোলে। শেষমেশ সেই সম্ভাবনায় সিলমোহর দেন অজি নির্বাচকরা।
ম্যাকসুইনিকে বিশেষজ্ঞ ওপেনার মার্কাস হ্যারিসের থেকেও বেশি গুরুত্ব দিয়ে প্রথম টেস্টের স্কোয়াডে ঢুকিয়ে দেওয়া হয়। হ্যারিসের জায়গা হয়নি অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে। সুতরাং, উসমান খোয়াজার সঙ্গী হিসেবে এবার ভারতের বিরুদ্ধে দেখা যাবে অনকোরা ক্রিকেটারকে।
উল্লেখ্য, এই প্রথমবার সিনিয়র দলের জার্সি গায়ে চাপাবেন কুইন্সল্যান্ডের ২৫ বছর বয়সী ডানহাতি ব্যাটার। তাঁর ফার্স্ট ক্লাস কেরিয়ার বেশ চমকপ্রদ। এখনও পর্যন্ত ৩৪টি ফার্স্ট ক্লাস ম্যাচে মাঠে নেমে তিনি ৬টি শতরান ও ১২টি অর্ধশতরান-সহ ২২৫২ রান সংগ্রহ করেছেন। ম্যাকসুইনি পার্টটাইম অফ-স্পিন বোলিংও করেন। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১৮টি উইকেট রয়েছে তাঁর।
ম্যাকসুইনি ভারতীয়-এ দলের বিরুদ্ধে সিরিজের প্রথম বেসরকারি টেস্টের প্রথম ইনিংসে ৩৯ রানের লড়াকু ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৮৮ রান করে অস্ট্রেলিয়া-এ দলকে ম্যাচ জেতান তিনি। শেষ ৬টি ফার্স্ট ক্লাস ম্যাচে ম্যাকসুইনি ৫টি হাফ-সেঞ্চুরি ও ২টি সেঞ্চুরি করেছেন। সুতরাং, ঘরোয়া লাল বলের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি।
অস্ট্রেলিয়া ১৩ জনের স্কোয়াডে রিজার্ভ ব্যাটার হিসেবে জায়গা করে দেয় জোশ ইংলিশকে। প্রত্যাশিতভাবেই স্কট বোল্যান্ড টেস্ট স্কোয়াডে নিজের জায়গা ধরে রেখেছেন। পারথের পিচ বরাবর পেসারদের স্বর্গরাজ্য হিসেবে বিবেচিত হয়। সঙ্গত কারণেই ক্যাপ্টেন কামিন্স ছাড়াও সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডে রয়েছে দুই অভিজ্ঞ অজি পেসার মিচেল স্টার্ক ও জোস হেজেলউড।
উল্লেখ্য, আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টেস্ট সিরিজ। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচ খেলা হবে ওয়াকায়।
ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড
প্যাট কামিন্স (ক্যাপ্টেন), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জোশ হেজেলউড, ট্র্যাভিস হেড, জোশ ইংলিস, উসমান খোয়াজা, মার্নাস ল্যাবুশান, নাথান লিয়ন, মিচেল মার্শ, ন্যাথন ম্যাকসুইনি, স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ক।