অনুর্ধ্ব ১৯ অনানুষ্ঠানিক দ্বিতীয় টেস্টেও অনায়াসে জয় পেল ভারত। দ্বিতীয় দিনের চা পানের বিরতির পরে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় আয়ুষ মাত্রের দল। ভারতের তরুণরা ৭ উইকিটে জয়লাভ করে দ্বিতীয় টেস্টে। এর আগে সফরের প্রথম টেস্টে ইনিংস এবং ৫৮ রানে জয় পেয়েছিলেন বৈভব সূর্যবংশীরা। এই সফরে তিনটি একদিনের ম্যাচও খেলে ভারতীয় অনুর্ধ্ব ১৯ দল। সেই সবকটি ম্যাচেই ভারত জয় পেয়েছিল। এই আবহে সফরের প্রতিটি ম্যাচে জিতে অজিভূমে হোয়াইটওয়াশ সম্পন্ন করল আয়ুষের দল। (আরও পড়ুন: আউট হয়ে মুশিরকে ব্যাট দিয়ে আঘাতের চেষ্টা, বিতর্কে পৃথ্বী, দেখুন ভাইরাল ভিডিয়ো)
আরও পড়ুন: অধিনায়কত্ব হারিয়ে প্রথমবার মুখ খুললেন রোহিত শর্মা, পরোক্ষ বার্তা গৌতম গম্ভীরকে?
সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া করেছিল মাত্র ১৩৫ রান। ভারতের হয়ে প্রথম ইনিংসে ৩টি করে উইকেট নিয়েছিল হেনিল প্যাটেল এবং খিলন প্যাটেল। ২টি উইকেট পেয়েছিলেন উদ্ধব মোহন। এদিকে প্রথম ইনিংসে ব্যাট হাতে ভারতও খুব একটা ভালো করতে পারেনি। মাত্র ১৭১ রানে ভারত অলআউট হয়ে যায়। ভারতের হয়ে কেউই ৩০-এর গণ্ডি পার করতে পারেনি। তবে তাও ভারত লিড পেয়ে যায়। এরপর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় মাত্র ১১৬ রান। দ্বিতীয় ইনিংসেও হেনিল প্যাটেল ৩টি উইকেট নেয়। এছাড়া নমন পুষ্পক নেয় ৩ উইকেট, উদ্ধব মোহন ২ উইকেট। এরপর ৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২.২ ওভারেই খেলা শেষ করে ভারত। জয় পায় ৭ উইকেটে।
টেস্ট সিরিজে সবথেকে বেশি রান করেছে বেদান্ত ত্রিবেদী (২৩১ রান)। তালিকায় দ্বিতীয় স্থানে আছে বৈভব সূর্যবংশী (১৩৩ রান)। প্রথম টেস্টে বেদান্ত ১৪০ রানের (১৯২ বল) একটি দুর্দান্ত ইনিংস খেলেছিল। আর বৈভব সূর্যবংশী মাত্র ৮৬ বলে ১১৩ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেছিল। বোলিংয়ে সিরিজের সবচেয়ে সফল বোলার ভারতের দীপেশ দেবেন্দ্রন (১০ উইকেট)। এরপর তালিকায় আছে খিলন প্যাটেল (৮ উইকেট) এবং হেনিল প্যাটেল (৬ উইকেট)। এদিকে একদিনের সিরিজেও সবচেয়ে সফল ব্যাটার ছিল বেদান্ত ত্রিবেদী (১৭৩ রান)। এরপর তালিকায় ছিল অভিজ্ঞান কুণ্ডু (১৫৮ রান), বৈভব সূর্যবংশী (১২৪ রান), বিহান মালহোত্রা (১১৯ রান)। বল হাতে সবচেয়ে সফল হয়েছিল কণিষ্ক চৌহান (৬ উইকেট)। এরপর তালিকায় ছিল অস্ট্রেলিয়ার উইল বাইরম (৬ উইকেট) এবং ভারতের খিলন প্যাটেল (৫ উইকেট)।
