১ ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের ওডিআই সিরিজ পকেটে পুড়ে ফেলেছে অস্ট্রেলিয়া মহিলা দল। ভারতীয় দলের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচেই সহজ জয় পেয়েছে অজিরা। প্রথম ম্যাচে দেখা গেছিল ভারতীয় ব্যাটারদের খারাপ পারফরমেন্স, দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের ওপর দিয়ে কার্যত বুলডোজার চালিয়ে দিলেন এলিসে পেরি, জর্জিয়া ভোলরা।
ব্রিসবেনে টস জিতে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে তাঁরা বিশাল ৩৭১ রান তোলে ৮ উইকেটের বিনিময়। এত রান তুলে দেওয়ায়, আর ভারতীয় দলকে দেখে কখনই মনে হয়নি তাঁরা এই রান চেজ করতে পারবে। শেষ পর্যন্ত টিম ইন্ডিয়ার লড়াই শেষ হয় ২৪৯ রানে, ৪৪.৫ ওভারে। অস্ট্রেলিয়া দ্বিতীয় ওডিআই ম্যাচ জিতে নেয় ১২২ রানের ব্যবধানে। বাংলার মেয়ে রিচা ঘোষ অর্ধশতরান করে লড়াই দেন।করেন ৫৪ রান।
আরও পড়ুন -BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের…
হারের পর অবশ্য সরাসরি দোষারোপের খেলায় নাম দেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। টি২০ বিশ্বকাপের পর থেকেই ভারতীয় দলের খারাপ পারফরমেন্সে যে হরমনপ্রীত বিরক্ত সেটা তাঁর বোলারদের দিকে আঙুল তোলা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। হরমনপ্রীতের কথায়, ‘আমরা কয়েকটা সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। ওরাও ভালো ব্যাটিং করেছে, তাই ওদেরও কৃতিত্ব দিতে হবে ’।
আরও পড়ুন-Video -উল্টো হাতে স্কট বোল্যান্ডকে ছয়! নীতীশের রিভার্সে সুইপে তাক লাগল অ্যাডিলেডে…
হরমনপ্রীতের কথায়, ‘আমরা ভেবেছিলাম এই মাঠে শুরুর দিকে বলে মুভমেন্ট থাকবে, কিন্তু সেভাবে পাইনি। আর বোলিং নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে আমাদের আরও ভাবতে হবে কিভাবে আমরা প্ল্যানিং করব আর কতটা উন্নতি আমরা করতে পারি। আমাদের আরও ইতিবাচক প্ল্যানিং করতে হবে বোলিংয়ের ক্ষেত্রে। আর ব্যাটিংয়ের ক্ষেত্রেও আমাদের ৫০ ওভার খেলতে হবে ’।
আরও পড়ুন-অ্যাডিলেডে রেকর্ড! ভারতের অসি যুদ্ধ দেখতে মাঠে হাজির ৫০ হাজারের বেশি সমর্থক...
এলিসে পেরি ১০৫ রান করেন মাত্র ৭৫ বলেই। ম্যাচ শেষে তিনি আরেক শতরান করা ক্রিকেটার জর্জিয়া ভোলেরও প্রশংসা করেন। তাঁর কথায়, ‘জর্জিয়া ভলি(১০১) আর ফবি লিচফিল্ড (৬০) ভালো শুরু করে দিয়েছিল। আমাদের ব্যাটারদের বিভিন্ন স্টাইল রয়েছে। ভল মিডউইকেটকে টার্গেট করে, ফুটওয়ার্ক ভালো লিচফিল্ডের। সঙ্গে বেথ মুনি আর বাকি বাঁহাতি ব্যাটাররাও মিডল অর্ডারে রয়েছে। এখানে সমর্থক এত ভালো যে খেলতে ভালো লাগে ’।
আরও পড়ুন-Nz vs Eng- নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ওভারেই ছয়! বিরল নজির জ্যাক ক্রলির…
বেথ মুনি, লিচফিল্ডরা অর্ধশতরান করলেও অধিনায়ক তাহলিয়া ম্য়াকগ্রাও খুশি ২১ বছর বয়সী জর্জিয়া ভলের ইনিংসে। যিনি অ্যালিসা হেলির চোটের জন্য দলে ঢুকেছিলেন। ম্যাকগ্রা বলছেন, ‘ভলের শতরানটাই চোখে লাগার মতো ছিল। ও খুব সহজেই মাঠে ভালোভালো শট খেলছিল। শুরু থেকেই ওর মানসিকতা আর দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাচ্ছি ’। বুধবার পার্থে ডিসেম্বরের ১১ তারিখ সিরিজের শেষ ওডিআই ম্যাচ।