ঐতিহ্যের অ্যাসেজ সিরিজ ধরে রাখল অস্ট্রেলিয়া। মহিলাদের অ্যাসেজ সিরিজে ২ ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডকে টেক্কা দিয়ে ফের একবার সম্মানরক্ষার সিরিজ নিজেদের দখলে নিল অজিরাই। আগেই ওডিআই সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া, অপেক্ষা ছিল টি২০ সিরিজের। আর প্রথম ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গেই বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রাথরা অ্যাসেজ দখলে নিল ৮ পয়েন্টের ব্যবধানে।
ইংল্যান্ডকে প্রথম টি২০তে হারাল অস্ট্রেলিয়া
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম টি২০ ম্যাচে ইংল্যান্ডের মহিলা দলকে ৫৭ রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়া মহিলা দল। আর সেই সঙ্গেই অ্যাসেজ সিরিজ দখলে রাখল অজিরা, কারণ টি২০ সিরিজের বাকি দুই ম্যাচ এবং একমাত্র টেস্ট ম্যাচটি জিতলেও আর অস্ট্রেলিয়ার বেশি পয়েন্ট পাবে না ইংল্যান্ড। ২০১৫ সালে মহিলাদের অ্যাসেজ সিরিজ জেতার পর থেকেই তা ধরে রেখেছে হিলি, মুনিদের অস্ট্রেলিয়া শিবির।
অ্যাসেজ ধরে রাখল অজিরা-
হেদার নাইটেদর ইংল্যান্ড দলের কাছে এখনও সুযোগ রয়েছে সিরিজ ড্র করার, শেষ দুটি টি২০ এবং একটি টেস্ট ম্যাচে জিতে। কিন্তু তাঁরা ট্রফি জিততে পারবে না, যা ২০১৫ সালের পর থেকে অস্ট্রেলিয়ার দখলেই রয়েছে। ওডিআই সিরিজ হারের পর ইংল্যান্ড ৬-০ পয়েন্টে পিছিয়ে ছিল। আর প্রথম টি২০ জেতায় অজিদের ব্যবধান দাঁড়াল ৮-০তে।
আরও পড়ুন-রেস্তোরাঁয় একা শ্রেয়সকে দেখে ভক্তের অনুরোধ অটোগ্রাফের! খোশমেজাজে তুললেন সেলফিও
অর্ধশতরান মুনির, ঝোড়ো ইনিংস ম্যাকগ্রাথের
প্রথম টি২০ ম্যাচে অস্ট্রেলিয়ার মহিলা দল করে ৭ উইকেটে ১৯৮ রান। ইংল্যান্ড অধিনায়ক নাইট টস জিতে ব্যাটিং করতে পাঠায় অস্ট্রেলিয়াকে। ওপেনার বেথ মুনি করেন ৫১ বলে ৭৫ রান। ১১ বলে ২১ রান করেন জর্জিয়া ভল। ২০ বলে ২৫ রানের ইনিংস খেলেন ফোবি লিচফিল্ড। শেষদিকে অজি অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা করেন ৯ বলে ২৬ রান। মারেন ১টি ছয় এবং চারটি চার। ৮ বলে ১৪ রান করেন গ্রেস হ্যারিসও।
আরও পড়ুন-৯ বছরের দাবাড়ুর কাছে হার কার্লসেনের? বাংলাদেশের দাবাড়ুর দাবিতে তোলপার বিশ্ব
৫৭ রান দূরে থামল ইংল্যান্ড
জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভারের মধ্যেই ১৪১ রানে অলআউট হয়ে যায় ইংরেজদের মহিলা বাহিনী। দুই ওপেনার মাইয়া বাউচার এবং ডানি ওয়াট হজ রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। ফার্স্ট ডাউনে নেমে সোফিয়া ডাঙ্কলি করেন ৩০ বলে ৫৯ রান। ১২ বলে ২০ রান করেন ন্যাট স্কিভার ব্রান্ট। হেদার নাইট ১৮, অ্যামি জোনস ১২ রান করেন। একলেস্টোন করলেন ৬ বলে ১৩ রান করলেন। ৫৭ রান দূরেই ইংল্যান্ডের লড়াই থেমে যায়।
বাকি এখনও ৩ ম্যাচ-
ক্যানবেরায় বৃহস্পতিবার রয়েছে দ্বিতীয় টি২০ ম্যাচ, শনিবার তৃতীয় ম্যাচ হবে অ্যাডিলেডে। এরপর ৩০ জানুয়ারি থেকে শুরু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র টেস্ট ম্যাচ। গোটা অ্যাসেজ শেষের পরই হেদার নাইটের অধিনায়কত্ব নিয়ে ফের সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে অ্যাসেজ ইতিমধ্যেই দখলে নিয়ে নেওয়ায় অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার তথা অধিনায়ক অ্যালিসা হেলির চোট নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইবে না অস্ট্রেলিয়া বোর্ড। যদিও বাকি দুই সিরিজ জয়ের দিকেই লক্ষ্য থাকবে অজিদের।