অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টের প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন পার্থে ১৬১ রান করা ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটার গত ম্যাচে মিচেল স্টার্ককে সামান্য স্লেজিং করেছিলেন। পাল্টা দ্বিতীয় টেস্টেই বর্ষিয়ান স্টার্ক বুঝিয়ে দিয়েছেন এমনি এমনি তিনি বিশ্বের সেরা বোলারদের মধ্যে অন্যতম নয়।
ম্যাচের প্রথম বলেই যখন ঠিকঠাকভাবে সমর্থকরা সিটেও বসেন, ক্রিকেটাররা সেটও হননি খেলার জন্য, তখনই আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল। এমন গোল্ডেন ডাক তাঁর জীবনে বিরল। কারণ নিজের কেরিয়ারে যশস্বী বরাবরই ভালো পারফরমেন্স দেখিয়ে এসেছেন, পার্থে প্রথম ইনিংসে ০ করলেও দ্বিতীয় ইনিংসে দেড়শোর বেশি রান করে পুশিয়ে দিয়েছিলেন দলকে।
আরও পড়ুন-Video -উল্টো হাতে স্কট বোল্যান্ডকে ছয়! নীতীশের রিভার্সে সুইপে তাক লাগল অ্যাডিলেডে…
এরই মধ্যে যশস্বী জয়সওয়াল স্টার্কের বলে আউট হতেই ধারাভাষ্যকার হিসেবে কাজ করা অজিদের প্রাক্তন ক্রিকেটাররা উচ্ছসিত হয়ে ওঠেন। অস্ট্রেলিয়ার সম্প্রচারকারী সংস্থার হয়ে ধারাভাষ্য দিচ্ছিলেন প্রাক্তন ক্রিকেটার ক্যালাম ফারগুসন, মার্ক টেলর এবং জেমস অ্যান্তনি ব্রে শ। স্টার্ক প্রথম বলে উইকেট নিতেই তাঁরা একপ্রকার উচ্ছাসে ফেটে পড়েন।
আরও পড়ুন-BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের…
আসলে গত ম্যাচে যখন যশস্বী ব্যাটিং করছিলেন, তখন পার্থে মিচেল স্টার্ককে স্লেজিং করে তিনি বলেছিলেন স্টার্কের বল খুব আসতে আসছে। অর্থাৎ অস্ট্রেলিয়ার মাটিতে যেমন পেসে বল আসার কথা তেমন নাকি স্টার্কের বল আসছে না। এরপর তিনি ১৬১ রান করেন, ভারতীয় দলও ম্যাচ জিতে নেয় বিশাল ২৯৫ রানে।
আরও পড়ুন-অ্যাডিলেডে রেকর্ড! ভারতের অসি যুদ্ধ দেখতে মাঠে হাজির ৫০ হাজারের বেশি সমর্থক...
এরপর জবাব দেওয়ার পালা ছিল স্টার্কেও। ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কদিন আগে তিনি বলেছিলেন, এখন আর স্লেজিংয়ের উত্তর তিনি দেননা। সেটা যে তিনি বল হাতে মাঠে এভাবে দেবেন, সেটা হয়ত ২২ বছর বয়সী যশস্বীও বুঝতে পারেননি। কারণ স্টার্কের মতো বিশ্বমানের বোলার বা বিরাটের মতো বিশ্বমানের ব্যাটাররা যত মুডে না থাকে ততই ভালো, তাঁদের জাগিয়ে তুলতে নেই। এই টেস্টে স্টার্ক ৬ উইকেট তুলে নেন।
প্রথম বলে যশস্বীর উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে জেমস ব্রে শ বলে ওঠেন, ‘প্রথম বল করতে আসছেন মিচেল স্টার্ক। বল প্যাডে লাগল, আর আম্পায়ার আঙুল তুলে জানিয়ে দিল আউট। এটা কি হচ্ছে। যশস্বী জয়সওয়ালকে অন ফিল্ডে আউট দেওয়া হয়েছে। এটা তরুণ যশস্বী কি করছে? সময় পেরিয়ে যাচ্ছে, ও মাঠ ছেড়ে চলে যাচ্ছে। ডাক এরপর ১৫০ তারপর আবার গোল্ডেন ডাক, যশস্বী জয়সওয়াল আউট হয়ে সাজঘরে ফিরছে। হোয়াট দ্য ব্লা*** হেল! জিসাস ক্রাইস্ট! ’।