বাংলা নিউজ > ক্রিকেট > লাই ডিটেক্টরে ধরা পড়ে গেল অজি ক্রিকেট বোর্ডের মিথ্যাচার! বিশ্বকাপে ম্যাক্সওয়েলের গলফ কার্ট দুর্ঘটনার খবর আসলে ভুয়ো

লাই ডিটেক্টরে ধরা পড়ে গেল অজি ক্রিকেট বোর্ডের মিথ্যাচার! বিশ্বকাপে ম্যাক্সওয়েলের গলফ কার্ট দুর্ঘটনার খবর আসলে ভুয়ো

লাই ডিটেক্টরে ধরা পড়ে গেল অজি ক্রিকেট বোর্ডের মিথ্যাচার। ছবি- টুইটার।

ম্যাক্সওয়েল কেন ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে খেলেননি, সত্যিটা ফাঁস করলেন মিচেল মার্শ।

ক্রিকেটারদের নিয়ে টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ায় টক শো নতুন কোনও বিষয় নয়। তবে অস্ট্রেলিয়ার পাঁচ ক্রিকেটারকে নিয়ে সম্প্রতি যে শো আয়োজন করে ফক্স নেটওয়ার্ক, তা অভিনব সন্দেহ নেই। আসলে পাঁচ অজি তারকা প্যাট কামিন্স, মিচেল মার্শ, উসমান খোয়াজা, জোশ হেজেলউড ও মার্নাস ল্যাবুশানকে রীতিমতো লাই ডিটেক্টরের সামনে বসিয়ে দেওয়া হয়। আসলে তাঁরা বিতর্কিত ও গোপন তথ্য জানতে চাওয়া প্রশ্নের জবাবে সত্যি বলছেন নাকি মিথ্যা বলছেন, সেটা যাচাই করা হয় এই শোয়ে।

খেলার নিয়ম ছিল নিতান্ত সহজ। ক্রিকেটারদের হাতে একটি ডিভাইস লাগিয়ে দেওয়া হয়। তাঁরা প্রশ্নের সঠিক উত্তর দিলে নীল লাইট জ্বলে উঠবে। আর যদি মিথ্যা বলেন, তাহলে লাল আলো জ্বলবে এবং সেই সঙ্গে ক্রিকেটাররা হালকা ইলেকট্রিক শট খাবেন।

নিতান্ত হালকা চালে অজি ক্রিকেটারদের সামনে কিছু প্রশ্ন করা হয়, যার জবাবে বেশ কিছু মিথ্যা ঘটনা সামনে চলে আসে। যার মধ্যে অন্যতম হল গ্লেন ম্যাক্সওয়েলের গলফ কার্ট দুর্ঘটনার খবর রটানো। গত ওয়ান ডে বিশ্বকাপের সময় গ্লেন ম্যাক্সওয়েল ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে মাঠে নামতে পারেননি। অজি টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয় যে, ম্যাক্সওয়েল গলফ কার্ট থেকে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন। তাঁকে নাকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং প্রাথমিক চিকিৎসার পরে ছাড়া পেয়েছেন।

আরও পড়ুন:- Paris Paralympic 2024: ব্যক্তিগত রেকর্ড গড়েও প্যারিসে পদক জেতা হল না রবির, সম্ভাবনা জাগিয়েছিলেন মেডেলের

পরে অজিদের হয়ে বিশ্বকাপে পুনরায় মাঠে নামেন ম্যাক্সওয়েল। তবে এতদিন পরে জানা যায় যে, অজি টিম ম্যানেজমেন্টের তরফে মিথ্যাচার করা হয়েছিল এক্ষেত্রে। আসলে ম্যাক্সওয়েলের চোট পাওয়ার ঘটনা ছিল সাজানো। তিনি অন্য কারণে বিশ্বকাপের সেই ম্যাচে মাঠে নামেননি।

আরও পড়ুন:- Joe Root's Huge Milestone: সেঞ্চুরির ‘হাফ-সেঞ্চুরি’ করার পথে রোহিত শর্মাকে টপকালেন জো রুট, সামনে শুধু বিরাট কোহলি

উসমান খোয়াজাকে প্রথমে জিজ্ঞাসা করা হয় যে, ম্যাক্সওয়েলের গলফ কার্ট থেকে পড়ে যাওয়ার খবর কি অন্য কোনও ঘটনাকে ঢাকতে রটানো হয়েছিল? জবাবে খোয়াজা বলেন যে, ‘না, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আমি দেখেছি ওকে পড়ে যেতে।’ চমকপ্রদ বিষয় হল, খোয়াজার জবাবের সঙ্গে সঙ্গে লাল বাতি জ্বলে ওঠে এবং ইলেক্টিক শট খান উসমান। অর্থাৎ, স্পষ্ট হয়ে যায় যে, খোয়াজা এক্ষেত্রে মিথ্যা বলছেন।

আরও পড়ুন:- 5 Wickets In 5 Balls: জিততে ২ ওভারে দরকার ছিল ৯ রান, পরপর ৫ বলে পাঁচজনকে বোল্ড করে ইতিহাস গড়লেন কেলিস

আসল সত্যিটা ফাঁস করেন মিচেল মার্শ। তিনি জানান, ম্যাক্সওয়েল দাঁতের নতুন সেটের জন্য তুরস্কে গিয়েছিলেন। তাই সেই ম্যাচে মাঠে নামতে পারেননি। নিতান্ত হালকা চালে হলেও সমর্থকদের সঙ্গে অজি টিম ম্যানেজমেন্টের এই মিথ্যাচার সামনে চলে আসে এক্ষেত্রে।

ক্রিকেট খবর

Latest News

কলকাতার নাকের ডগায় ১৬ বছরের কিশোরীকে বাড়িতে ঢুকে ধর্ষণ প্রতিবেশী কাকার নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে চুপ পুলিশ, জনরোষ সামলাতে মহিষমারিতে জারি অঘোষিত কার্ফু মিস ফিল্ড,ক্যাচ মিস! কিউয়িদের বিপক্ষে হারেও উজ্জ্বল জেমিমার ফিল্ডিং…জিতলেন পদক… মোটা বলে কাজ পেতেন না টলিউডে! এবার ‘মিঠিঝোরা’য় এ কেমন চরিত্র পেলেন অনামিকা বিষকুম্ভ যোগ তৈরি হয়েছে, অনেকের বাড়বে রাগ! তবু চিন্তা নেই, লাভ হবে কিছু রাশির সারা বিশ্ব আজ পালন করছে শিক্ষক দিবস, ভারতে পালনের ঠিক এক মাস পরেই কেন আবু ধাবিতে NBA গেমসে হঠাৎই দেখা! দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক ধরা দিলেন একই ফ্রেমে! আজ আসছেন কলকাতায়, তার আগে লাইনে দাঁড়িয়ে জীবনের প্রথমবার ভোট দিলেন মনু ভাকের ডোপিংকাণ্ডে বড় স্বস্তি পোগবার! কমল নির্বাসন!মার্চ মাসেই মাঠে ফিরবেন ফরাসি তারকা নিম্নচাপ কেটে পুজো হবে ঝলমলে? নাকি নতুন ঘূর্ণাবর্তে ভাসবে বাংলা? জানুন পূর্বাভাস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.