শুধু দেশেই নয়, সারা বিশ্বের ক্রীড়া জগতে পরিচিত নাম বিরাট কোহলি। নিজের ব্যাটিংয়ে মুগ্ধ করেছেন আপামর ক্রিকেট ভক্তদের। দীর্ঘদিন টেস্ট ক্রিকেটে খারাপ ফর্ম চলার পর পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করেন তিনি। তাঁর ভক্তরা মনে করছেন কোহলি আবার পুরোনো মেজাজে ফিরে এসেছেন। তবে তাঁর প্রশংসা শুধু দেশের লোকই করেন না, প্রতিপক্ষ দলের খেলোয়াড়রাও বিরাটের ফ্যান হয়ে উঠেছেন। বর্তমানে কোহলি দলের বাকি সদস্যদের সঙ্গে ক্যানবেরায় রয়েছেন। সেখানে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। শুক্রবার সেখানে অজি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে গোটা দল। কোহলির সঙ্গে বিশেষ আলাপচারিতায় মাতেন সে দেশের প্রধানমন্ত্রী। বিরাট সহ গোটা দল এরপর অস্ট্রেলিয়ার অন্যান্য মন্ত্রী এবং আমলাদের সঙ্গেও সাক্ষাৎ করেন।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র বিষয়ক সহকারী মন্ত্রী টিম ওয়াটস তাঁর এবং কোহলির পাশাপাশি ছবি দিয়ে একটি বার্তা পোস্ট করেছেন ইনস্টাগ্রামে, তিনি লিখেছেন: ‘আজ রাতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী একাদশের ম্যাচকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ান এবং ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ হল। যা বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল।’ পরবর্তীতে তিনি জানিয়েছেন, কোহলির জন্যই তিনি RCB-কে সমর্থন করেন। তিনি লিখেছেন, ‘আমি কোহলিকে বলেছিলাম, আমি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে IPL-এ সমর্থন করি তার কারণ তারা আমায় তোমাকে সমর্থন করার সুযোগ করে দেয়।’
ওয়াটস আরও বলেছেন যে কোহলি অস্ট্রেলিয়ান ক্রিকেট ভক্তদের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে রেখেছেন, কারণ তিনি একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার বলতে কী বোঝায় তার একটি ভালো উদাহরণ হিসেবে কাজ করেন। তিনি লিখেছেন, ‘আমি সবসময় তাঁর প্রশংসা করি। আমি যখনই কোনও আন্তর্জাতিক ক্রিকেটারের মুখোমুখি হই তখনই বলি আমি বিরাটের খেলা দেখতে ভালোবাসি কারণ ওঁ একজন অস্ট্রেলিয়ানের মতো খেলে। শুধুমাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নয় অবশ্যই…’
বর্ডার-গাভাসকর ট্রফিতে কোহলির শুরুটা ভালো হয়েছিল, পার্থে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলেছিলেন এবং অপরাজিত থেকেছিলেন। তাঁর এই অনবদ্য ইনিংস ভারতকে ২৯৫ রানের বিরাট জয় নিশ্চিত করতে সাহায্য করেছিল। যদিও এর আগে তাঁর টেস্ট ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে, কোহলি সবসময় অস্ট্রেলিয়ান কন্ডিশন উপভোগ করেন। ভারতকে ঘরের বাইরে টানা তৃতীয়বার BGT জিততে হলে এবং পরের বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে হলে বিরাটের ব্যাট থেকে রান আসা খুবই গুরুত্বপূর্ণ।