ভারতীয় দলের সঙ্গে দেখা করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্তনি আলবানিজ। অ্যাডিলেড টেস্টের জন্য ইতিমধ্যেই সেই শহরে চলে এসেছেন রোহিত শর্মারা। শহরে পা রাখার কিছু পরেই ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে দেখা করেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী। সেখানেই একে একে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে আলাপচারিতায় মাতেন তিনি।
আরও পড়ুন-ICC চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদিন ঘোষণা হতে পারে ভেনু
ভারত অধিনায়ক রোহিত শর্মা নিজেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্তনি আলবানিজের সঙ্গে দলের ক্রিকেটারদের দেখা করিয়ে দেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নিজেই ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে তাঁর সাক্ষাৎের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। তবে আলাদা করে তিনি পোস্ট করেন বিরাট কোহলির সঙ্গে তাঁর ছবি। বাকিদের তুলনায় বেশিক্ষণ কথাও বলেন কোহলির সঙ্গে।
Video- বিরাট কোহলির ছয়! সপাটে আঘাত নিরাপত্তারক্ষীর মাথায়! দৌড়ে গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
পার্থ টেস্টেই বিরাট কোহলি রাজকীয় কামব্যাক করেছেন। দেখিয়ে দিয়েছেন তিনি এখনও ফুরিয়ে যাননি, রিফ্লেক্সও তাঁর বিন্দুমাত্র কমেনি। সেই সুবাদেই আবারও অস্ট্রেলিয়ন মিডিয়ার হেডলাইনে জায়গা করে নিয়েছেন কোহলি। সেই নিয়েই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে মজাদার আড্ডা দিতে দেখা যায় কিং কোহলিকে।
প্রথমে জসপ্রীত বুমরাহকে দেখে আ্যন্তনি আলবানিজ বলেন, ‘ তোমার স্টাইল বাকিদের থেকে একদম আলাদা, এরপর বুমরাহ বলেন ধন্যবাদ’। এরপরই বিরাটের সঙ্গে সাক্ষাৎ হয় অজি প্রধানমন্ত্রী। তাঁকে দেখার সঙ্গে সঙ্গে অ্যান্তনি আলবানিজ বলে বসেন, ‘গুড টাইম ইন পার্থ…ব্লাডি হেল, আমরা যেন তখন কম কিছু ভুগছিলাম যে তুমি…(বিরাটের শতরানের কথা বোঝাতে চেয়েছেন ’। এরপরই বিরাট মজা করে বলেন, ‘আমরা ভারতীয়রা নিজেদের কিছু মশলা যোগ করতে পছন্দ করি ’।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজালেন! কখনও বাচ্চাদের মতো আনন্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরাট
প্রসঙ্গত ৩০ নভেম্বর থেকে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ভারতীয় দলের দুদিনের একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলার কথা। সেই ম্যাচের আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের ক্রিকেটারদের সঙ্গেও দেখা করেেন অ্যান্তনি আলবানিজ। আপাতত সিরিজে ১-০ এগিয়ে ভারত, ফলে প্যাট কামিন্সের দলে কাছে বেশ কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে আগামী দিনে।