এমনিতেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সেরা পাঁচ তারকাকে না পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছে অস্ট্রেলিয়া। তার উপর অস্ট্রেলিয়ার টেস্ট স্পেশালিস্ট স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে গেল এবার। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের পরেই অজি স্পিনার ম্যাট কুনম্যানের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার সেরা স্পিনার হিসেবে নিজেকে মেলে ধরেন ম্যাট কুনম্যান। তিনি প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৬৩ রানের বিনিময়ে ৫টি উইকেট তুলে নেন। দ্বিতীয় ইনিংসে তিনি সংগ্রহ করেন ৮৬ রানের বিনিময়ে ৪টি উইকেট।
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে কুনম্যান ৬৩ রানের বিনিময়ে ৩টি উইকেট পকেটে পোরেন। দ্বিতীয় ইনিংসে তিনি দখল করেন ৬৩ রানে ৪ উইকেট। সুতরাং, দু'টি টেস্টে তিনি সাকুল্যে ১৬টি উইকেট পকেটে পোরেন। সিরিজে দু'দলের বোলারদের মধ্যে সব থেকে বেশি উইকেট নেন কুনম্যানই।
বর্তমান পরিস্থিতিতে ম্যাট কুনম্যানকে তাঁর বোলিং অ্যাকশনের বৈধতার প্রমাণ দিতে হবে। সম্ভবত ব্রিসবেনে আইসিসি অনুমোদিত সেন্টারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন কুনম্যান। ২০১৭ সালে শুরু করা পেশাদার কেরিয়ারে এই প্রথম অজি স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠল।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয় যে, ‘গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পরে ম্যাচ অফিসিয়ালদের তরফে অস্ট্রেলিয়া দলকে জানিয়ে দেওয়া হয় ম্যাট কুনম্যানের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশের বিষয়টি। তড়িঘড়ি পরীক্ষা দিয়ে বিষয়টি স্পষ্ট করে নেওয়ারও কথাও বলা হয়েছে।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র এই বিষয়ে আরও বলেন যে, ‘২০১৭ সালে অভিষেকের পর থেকে ম্যাট এখনও পর্যন্ত ১২৪টি পেশাদার ম্যাচ খেলেছে। যার মধ্যে রয়েছে ৫টি টেস্ট ও ৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। ২০১৮ সাল থেকে মোট ৫৫টি বিগ ব্যাশ লিগের ম্যাচ খেলেছে ও। পেশাদার ক্রিকেটে ৮ বছর কাটিয়ে ফেলার পরে এই প্রথমবার কুনম্যানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে।’
ম্যাট কুনম্যানের ক্রিকেট কেরিয়ার
ম্যাট কুনম্যান অস্ট্রেলিয়ার হয়ে ৫টি টেস্টে সাকুল্যে ২৫টি উইকেট নিয়েছেন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ২ বার। সেরা বোলিং পারফর্ম্যান্স ১৬ রানে ৫ উইকেট। তিনি ৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে সাকুল্যে ৬টি উইকেট সংগ্রহ করেছেন। সেরা বোলিং পারফর্ম্যান্স, ২৬ রানে ২ উইকেট।
সার্বিকভাবে ২৮টি ফার্স্ট ক্লাস ম্যাচে ৯০টি উইকেট নিয়েছেন ২৮ বছর বসয়ী স্পিনার। তিনি ৪১টি ওয়ান ডে ম্যাচে সংগ্রহ করেছেন ৫৫টি উইকেট। ৫৫টি টি-২০ ম্যাচে কুনম্যানের সংগ্রহ সাকুল্যে ৪৪টি উইকেট।