ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে রাহুল দ্রাবিড়। কোচ হিসেবে দলকে বিশ্বচ্যাম্পিয়ন করার পরই পদ থেকে অব্যাহত নিয়েছেন দ্রাবিড়। তাঁর পরিবর্তে কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। ভারতীয় ক্রিকেট দলে দ্রাবিড় যুগের শেষ হয়েছে। দঃ আফ্রিকার বিপক্ষে হারতে বসা ম্যাচই জিতে গেছিল ভারতীয় দল। টিম ইন্ডিয়া জয়ে বড় ভূমিকা নিয়েছেন দ্রাবিড়। যখন পরপর উইকেট হারাচ্ছিল টিম ইন্ডিয়ার টপ অর্ডার তখন যুজবেন্দ্র চাহালকে দিয়ে অক্ষর প্যাটেলের কাছে নির্দেশ পাঠিয়েছিলেন দ্রাবিড়। জানিয়েছিলেন অক্ষরকে ব্যাট করতে হবে ওপরের দিকে। সূর্যকুমার যাদব আউট হতেই এরপর পাঠানো হয় অক্ষরকে। এবার ভারতীয় দলকে টি২০ বিশ্বকাপ জেতানো কোচ রাহুল দ্রাবিড়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন ভারতীয় দলের প্রাক্তন এবং বিতর্কিত কোচ গ্রেগ চ্যাপেল।
২০০৭ সালে ওডিআই বিশ্বকাপ রাহুল দ্রাবিড় যখন অধিনায়ক ছিলেন তখন ভারতীয় দলের কোচ ছিলেন গ্রেগ চ্যাপেল। সেবার বিশ্বকাপে বিপর্যয় হয়েছিল ভারতের। তাঁর আগেরবার অর্থাৎ ২০০৩ বিশ্বকাপে ভারতীয় দল ফাইনালে উঠেও হেরে গেছিল। টিম ইন্ডিয়ার দ্য ওয়াল দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। ২০২৩ সালে দেশের মাটিতে হওয়া ওডিআই বিশ্বকাপে ফের হারের মুখ দেখে ভারত, ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় মেন ইন ব্লুজরা। এরপর অনেকে ধরেই নিয়েছিলেন রাহুল দ্রাবিড়ের আর হয়ত ট্রফি জেতা হবে না, কিন্তু ২০২৪ টি২০ বিশ্বকাপেই রোহিত শর্মার সঙ্গে যুগলবন্দীতে বদলে যায় চিত্রটা।
এবারের টি২০ বিশ্বকাপে দলকে কোচিং করিয়েছিলেন রোহিত শর্মার অনেক অনুরোধে। শেষপর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে পদ ছাড়েন তিনি। প্রাক্তন ছাত্র দ্রাবিড়ের প্রশংসা করেন অজি গ্রেগ চ্যাপেল বলছেন, ‘ভারতীয় দলকে অনেক শুভেচ্ছা বিশ্বকাপের এই ফর্ম্যাটে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তবে আমি আরও বেশি খুশি রাহুল দ্রাবিড়ের জন্য। বরাবরই ভারতীয় ক্রিকেটের জন্য রাহুল দ্রাবিড়ের আবেগ লোকের কাছে দেখার বিষয়। তাই এই বিশ্বকাপ জয়ের সঙ্গে রাহুল দ্রাবিড়ের জড়িয়ে থাকা অত্যন্ত ভালো দিক। দলের সঙ্গে নিজের সম্পর্ক এবং চু্ক্তি শেষের জন্য এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ’।
গ্রেগ চ্যাপেল ভারতীয় দলের কোচ হয়ে আসার পরই সৌরভ গঙ্গোপাধ্যায়কে অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপর রাহুল দ্রাবিড়কে অধিনায়ক পদে আনা হলেও তিনি সাফল্য পাননি। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২০০৭ টি২০ বিশ্বকাপে ধোনির নেতৃত্বে দল পাঠানোর, এরপর বাকিটা ইতিহাস।