চলতি মাসেই রয়েছে আইপিএলের নিলাম। ইতিমধ্যেই প্রায় সব দলই তাঁদের নিজেদের পছন্দের ক্রিকেটারদের টার্গেট লিস্ট তৈরি করে নিয়েছে। রিটেনড হওয়া ক্রিকেটারদের পাশাপাশি কাদেরকে দলে নিলে শক্তিশালী একাদশ গড়ে তোলা যাবে সেই ছক প্রায় সাড়া সব দলের। এবার অবশ্য দলগুলোর একটা সুবিধা রয়েছে, কোনও ক্রিকেটারই চোট ছাড়া প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করতে পারবে না।
আরও পড়ুন-অজিভূমে যাওয়ার আগেই স্লেজিং শুরু, খারাপ ফর্ম নিয়ে বিরাটকে মারাত্মক খোঁটা দিলেন পন্টিং
নভেম্বরের ২৪ ও ২৫ আইপিএল নিলাম
সৌদি আরবের জেদ্দাহে নভেম্বরের ২৪ এবং ২৫ তারিখে রয়েছে আইপিএল ২০২৫ সালের নিলাম। গোটা বিশ্ব ক্রিকেট জানে, যে আইপিএলের নিলাম কোনও আইসিসি ইভেন্টের থেকে কম নয়। এখানে একটা বিডেই বদলে যেতে পারে ক্রিকেটারদের সারা জীবন। যেমন ৫৫ লাখে খেলা রিঙ্কু সিংই এখন ১৩ কোটির মালিক, আর স্টার্ক কামিনসরা গতবার বিশাল দাম পান।
অস্ট্রেলিয়ার তারকারা আসছেন আইপিএলের নিলামে-
সব দলই কয়েকজন ক্রিকেটারকে রিটেনড করেছে। রাজস্থান এবং কলকাতা যেখানে সরাসরি ৬ রিটেনশনের পথে হেঁটেছে সেখানে আরসিবি, দিল্লি, পঞ্জাবের মতো ফ্র্যাঞ্চাইজি হাতে রেখেছে আরটিএম কার্ড। অর্থাৎ কোনও ক্রিকেটারকে দলে ফেরানোর রাস্তা খোলা রেখেছে। এরই মধ্যে জানা যাচ্ছে অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন তারকাই বর্ডার গাভাসকর সিরিজে ধারাভাষ্য না দিয়ে সৌদিতে যাবেন আইপিএলের অকশনে থাকতে। এছাড়াও তালিকায় রয়েছেন এক কোচও।
আরও পড়ুন-ODI ক্রিকেটে অভিষেক হয়ে গিয়েছে! অথচ নিজেই জানতেন না! অবাক করা গল্প বললেন পাক ক্রিকেটার!
ড্যানিয়েল ভেত্তোরি অস্ট্রেলিয়া দলের সঙ্গে থাকবেন না-
অস্ট্রেলিয়া দলের সহকারি কোচের দায়িত্ব পালন করেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ড্যানিয়েল ভেত্তোরি। তিনি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলেরও কোচ। তাই তিনি পার্থ-এ প্রথম টেস্টের সময় অস্ট্রেলিয়া দলের সঙ্গে না থেকে সৌদি আরবে যাবেন,সানরাইজার্স হায়দাবাদ দলের হয়ে নিলামে বসতে। প্রসঙ্গত এই দলের অধিনায়ক প্যাট কামিনস। ফলে ভেত্তোরির অনুপস্থিতি টের পেতে হবে অজিদের।
আরও পড়ুন-'আমাদের দেশে আসছে না তো, আমরাও আর ভালো ব্যবহার…'! BCCIকে চরম বার্তা পাকিস্তানের…
রিকি ল্যাঙ্গাররা দীর্ঘদিন আইপিএলের জড়িত-
এদিকে চ্যানেল সেভেনের সঙ্গে ধারাভাষ্যকার হিসেবে কাজ করার কথা রিকি পন্টিং এবং জাস্টিন ল্যাঙ্গারের। এবারের আইপিএলে পঞ্জাবের দায়িত্বে রয়েছেন পন্টিং, অন্যদিকে লখনউ সুপার জায়ান্টের দায়িত্ব বহাল রয়েছে ল্যাঙ্গার। দুই কোচই তাই এবারে পার্থ টেস্টের সময় নিজেদের ধারাভাষ্যের কাজ ছেড়ে সৌদি আরবে যাচ্ছেন আইপিএলের নিলামে উপস্থিত থাকতে। আইপিএলের টাকার কি মোহ, সেটাই যেন অহঙ্কারি অস্ট্রেলিয়ানরাও আরও একবার বুঝিয়ে দিচ্ছেন।