সামনেই রয়েছে বর্ডার গাভাসকর সিরিজ। আর মাত্র দেড় মাস মতো বাকি। তার আগেই বাংলাদেশের বিরুদ্ধে কানপুরে যে খেলাটা রোহিত শর্মারা দেখিয়ে দিয়েছেন, তাতে চক্ষু চড়কগাছ হয়ে গেছে অজিদেরও। একটা সময় মনে হয়েছিল ম্যাচ নিশ্চিতভাবেই ড্র হতে চলেছে। কিন্তু দুদিন সময় পাওয়ার পর, দেড় দিনের মধ্যেই খেলা গুটিয়ে দিয়ে বুমরাহ-রাহুলরা বুঝিয়ে দিয়েছে কেন টিম ইন্ডিয়া বর্তমানে সব ফরম্যাটেই সেরা দল।
আরও পড়ুন-দ্বিতীয় ডিভিশন আইলিগে উঠল অভিষেক ব্য়ানার্জীর DHFC…আইলিগ ৩ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ…
ভারতীয় দল যেভাবে বাংলাদেশকে হেলায় হারিয়ে দিয়েছে, তা দেখে কিছুটা হলেও বাড়তি সতর্ক হতেই হচ্ছে অস্ট্রেলিয়াকে। যতই তাঁদের দেশে খেলা হোক না কেন, টিম ইন্ডিয়ার পেস অ্যাটাক এখন যেমন শক্তিশালী, তেমন ব্য়াটাররাও রয়েছেন বিধ্বংসি মেজাজে। সঙ্গে রোহিতের অধিনায়কত্ব ভারতীয় দলকে অন্য মাত্র যোগ করছে বলে মনে করেন প্রাক্তন অজি তারকা।
আরও পড়ুন-HCA-তে আর্থিক তছরুপের অভিযোগ! হরিয়ানা নির্বাচনের মুখেই আজহারউদ্দিনকে সমন ইডির!
প্রাক্তন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্য়াটার মুগ্ধ হয়ে গেছেন রোহিত শর্মার অধিনায়কত্বে। টি২০ বিশ্বকাপের ফাইনালে ঠিক সময় বুমরাহকে ব্যবহার করলেও সেটা অতটাও চোখে পড়েনি তখন। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে নিশ্চিত নিষ্ফলা টেস্টকেও যেভাবে রোমাঞ্চকর পরিণতি দিয়েছেন হিটম্যান, তার সুকৌশলি বুদ্ধিদিপ্ত অধিনায়কত্ব দিয়ে, তা মন জিতে নিয়েছে ব্র্যাড হ্যাডিনের। রোহিত শর্মাকে হ্যাটস অফ জানাচ্ছেন অজিদের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার।
ব্র্যাড হ্যাডিনের কথায়, ‘আমার মনে হয় গত দুবারের সিরিজের যা ফল হয়েছে, সেটা আবারও হতে পারে। কারণ বাংলাদেশ ম্যাচে যদি লক্ষ্য করা যায়, তাহলে ভারতের কাছে হারানোর কিছুই ছিল না। যেটা হতে পারত সেটা ড্র, কোনওভাবেই ভারত হারত না। রোহিতের কাছে সুযোগ ছিল, সেটাই কাজে লাগিয়েছে ও। এভাবে টেস্ট ম্য়াচ জিতে নেওয়া একটা দুর্দান্ত ব্যাপার। ওরা নিজেদেরকে জয়ের একটা সুযোগ তৈরি করে দিয়েছিল। কত রান করব, সেটা ভারতীয় ব্যাটারদের কাছে গুরুত্বপূর্ণ ছিল না। বাংলাদেশকে কত তাড়াতাড়ি আউট করতে পারবে, এবং সেটার জন্য নিজেদের কতটা সময় লাগবে সেটাই ছিল রোহিতেদর দলের কাছে বেশি জরুরি। ও এমন দলেরই অধিনায়ক, সব সময়ই জিততে পছন্দ করে। ওকে হ্যাটস অফ জানাতেই হয়’।
আরও পড়ুন-হরিয়ানা নির্বাচনের আগে চমক! কংগ্রেস প্রার্থীর প্রচারে সেহওয়াগ! এবার কি রাজনীতিতে?
বাংলাদেশের প্রথম ইনিংস ২৩৩ রান করার পর ভারতীয় দল ২৮৫ রান তুলে ইনিংস ডিক্লিয়ার করে দেয়। এরপর ১৪৬ রানে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে অলআউট করে ৯৫ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। রোহিত শর্মাকে নিয়ে ব্র্যাড হ্যাডিন আরও বলেন, ‘যেখানে টি২০ ক্রিকেটে ১০ রান প্রতি ওভারে তুলতে অনেক দল ভয় পায়, সেখানে রোহিত শর্মার দল পুরো ম্যাচের ফলাফলই বদলে দিয়েছে। তাই ভারতকে হ্যাটস অফ’।