অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের ম্যাচে দুর্ধর্ষ ক্যাচ নিলেন মেলবোর্নর স্টার্সের হয়ে খেলা অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। এক হাতে বাউন্ডারি লাইনে তিনি যে ক্যাচ নিলেন, সেটা সাম্প্রতিককালে অন্যতম সেরা ক্যাচ তা বলাই যায়। শুধু তাই নয়, বিগ ব্যাশ লিগের ইতিহাসেও যে এই ক্যাচ অন্যতম সেরা হিসেবেই বিবেচ্য হবে, তাও এক কথায় বলা যায়।
১৭তম ওভারে ড্যান লরেন্স বোলিং করছিলেন। দ্রুত রান তুলতে গিয়ে ব্রিসবেন হিটের উইল প্রেস্টউইজ সপাটে বড় শট খেলেন। লং অনের বাউন্ডারিতে সেই সময় ফিল্ডিং কাটছিলেন অজিদের অন্যতম সেরা ফিল্ডার ম্যাক্সওয়েল। তিনি যে এভাবে ক্যাচ নিয়ে ফেলবেন সেটা ভাবতেও পারেননি উইল। মেলবোর্ন স্টার্স শেষ পর্যন্ত ম্যাচও জিতল, যদিও ব্যাট হাতে রান পেলেন না ম্যাক্সি।
আরও পড়ুন- এক বছরে টেস্টে ১৪৭৮ রান! যশস্বী টপকালে সানি-বীরুকে! শীর্ষে এখনও সচিন তেন্ডুলকর, কত রান?
অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার উইল প্রেস্টউইজের ক্যাচ নেওয়ার জন্য প্রথমে বাউন্ডারি লাইনের শেষ প্রান্তে অনবদ্য স্পট জাম্প দেন। এরপর শরীর বাউন্ডারি লাইনের ভিতর ঢুকে যাচ্ছে দেখে তিনি বল শূন্যে ছুঁড়ে দেন মাঠের দিকে। এরপর মাটিতে পা পড়তে না পড়তেই তিনি ফের মাঠের দিকে দৌড় দিয়ে প্রায় ৪ মিটার দৌড়ে এসে দুরন্ত ক্যাচ নেন। ব্রিবসেবেনের গাব্বায় তাঁর নেওয়া এই ক্যাচ মনে থাকবে বহুদিন।
আরও পড়ুন-Video-ফের ল্যাবুশানের সঙ্গে বেল নিয়ে তুকতাক সিরাজের! কাজে এল! তবে এবার আউট
ম্যাক্স ব্রায়ান্টের ৭৭ রানের ইনিংসে ভর দিয়ে ব্রিসবেন হিট করে ১৪৯ রান। ব্যাট হাতে ম্যাক্সওয়েল ব্যর্থ হলেও লরেন্স এবং মার্কাস স্টইনিসের চওড়া ব্যাটে ভর দিয়ে ব্রিসবেনের বিরুদ্ধে মেলবোর্ন দল জয় তুলে নিয়েই মাঠ ছাড়ে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন, ম্যাক্সওয়েলের ক্যাচের প্রশংসা করে বলেন, ‘জিনিয়াস ক্যাচ, মেনে নিতেই হবে ’।
অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটারের ২০২৪ আইপিএলটা একদম ভালো যায়নি। ফলে এক প্রকার বিরক্ত হয়েই তাঁকে আইপিএলে আর রিটেন করেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল। আগামী আইপিএলে তাঁকে খেলতে দেখা যাবে রিকি পন্টিংয়ের পঞ্জাব কিংস দলের হয়ে। সেই ফ্র্যাঞ্চাইজিতে ৪.২০ কোটি টাকায় গ্লেন ম্যাক্সওয়েল গেছেন।