ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার ম্যাথিউ ওয়েড। বাঁহাতি এই তারকা ব্যাটারকে আইপিএলে সম্প্রতি দেখা গেছিল গুজরাট টাইটানস দলের হয়ে। টি২০ ফরম্যাটে বর্তমানে সময়ের অন্যতম ভালো ব্যাটারদের মধ্যেই ছিলেন তিনি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়ে আপাতত কোচিংয়ের দিকে ঝুঁকতে চান ওয়েড।
অবসর নিলেন ম্যাথিউ ওয়েড-
২০২১ টি২০ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ম্যাথিউ ওয়েড অবসর ঘোষণা করলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর অস্ট্রেলিয়া দলেরই কোচিং রোলে দেখতে পাওয়া যাবে ম্যাথিউ ওয়েডতে। পাকিস্তান সিরিজে অজিদের ফিল্ডিং এবং উইকেটকিপিং কোচ হিসেবে দেখতে পাওয়া যাবে ২০২১ টি২০ বিশ্বকাপ ফাইনালের নায়ককে। যদিও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তিনি।
আরও পড়ুন- ২০০ বছর ভারত শাসন করা ইংরেজদের টেক্কা! দ্য হান্ড্রেডে দল কিনছেন আম্বানি-গোয়েঙ্কা…
পাকিস্তানের মুখের গ্রাস কেড়ে নিয়েছিলেন বিশ্বকাপে-
২০২১ সালের টি২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের মুখের গ্রাস ছিনিয়ে নিয়েছিলেন ম্যাথিউ ওয়েড। শাহিন আফ্রিদির ওভারে একের পর এক ছক্কা মেরে, টি২০ বিশ্বকাপ জিতিয়েছিলেন অস্ট্রেলিয়াকে।সেটাই ছিল ক্যাঙ্গারু বাহিনির প্রথম টি২০ বিশ্বকাপ। এরপর ২০২২ এবং ২০২৪ সালেও ক্রিকেটের ক্ষুদ্ধ সংস্করণেই বিশ্বকাপে অজি স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই বাঁহাতি।
আরও পড়ুন-‘আমরাই জিতিয়েছি ১২ বছর ধরে, তাই একটা হারলে ছাড় আছে’! সিরিজ হারে সাফাই রোহিতের…
দেশের হয়ে ৩৬টি টেস্ট ম্যাচের পাশাপাশি ৯৭টি ওডিআই এবং ৯২টি টি২০ ম্যাচে খেলেছেন ওয়েড। টেস্টে ১৬১৩, ওডিআইতে ১৮৬৭ এবং টি২০তে ১২০২ রান করেছেন এই তারকা ব্যাটার। তবে গত মাসে ইংল্যান্ড সফরের সময়ই তাঁকে অজি ক্রিকেট বোর্ড আর দলে রাখেনি, তখন থেকেই অবসরের চিন্তাভাবনা মাথায় ঘুরছিল ওয়েডের।
আরও পড়ুন-ফুলেছে পিঠ,বেড়েছে ব্যথা! চোট নিয়েই বিরাটদের মাটি ধরালেন ১৩ উইকেট নেওয়া কিউয়ি স্পিনার…
কোচিং নিয়ে অনেকদিন ধরেই ভাবছিলাম-
কঠিন সিদ্ধান্ত নেওয়ার পর অজি তারকা বলছেন, ‘আমি জানতাম যে টি২০ বিশ্বকাপের পরেই আমার আন্তর্জাতিক কেরিয়ার শেষ হয়ে গেছে। আমি শেষ ছয় মাস ধরেই জর্জ বেলি এবং কোচ অ্যান্দ্রিউ ম্যাকডোনাল্ডের সঙ্গে আমার অবসর এবং কোচিংয়ের প্রসঙ্গে কথা বলে আসছি। অনেকদিন ধরেই আমি কোচিংয়ের রোলে কাজ করার জন্য ভাবছি, আর সৌভাগ্যবশত আমি তেমনই একটা সুযোগও পেতে চলেছি ’।
স্ত্রী পরিবারকে ধন্যবাদ ওয়েডের-
তাঁর কথায়, ‘আমার ক্রিকেট এখন শেষের পথে, আমি আমার সমস্ত সতীর্থকেই ধন্যবাদ জানাতে চাইব। আমার আশে পাশে ভালো মানুষরা ছিল বলেই আন্তর্জাতিক ক্রিকেট আমি এতটা উপভোগ করতে পেরেছি। আমার পরিবারের সদস্যদেরও ধন্যবাদ, আমায় ক্রিকেটার বানানোর জন্য এত পরিশ্রম করার জন্য। আমার স্ত্রী সন্তানকেও ধন্যবাদ, ওরা সমর্থন না করলে আজ আমি এই জায়গায় থাকতাম না। ’
১২ বছরের কেরিয়ারে ইতি-
২০১২ সালে ব্যাগি গ্রিনসদের জার্সিতে অভিষেক হয় ম্যাথিউ ওয়েডের, ব্র্যাড হ্যাডিনের পরিবর্তে তিনি সুযোগ পান। এরপর টিম পেইনের সঙ্গেও তাঁর স্বাস্থ্যকর লড়াই চলছিল প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়ে। সম্প্রতি তাঁর পরিবর্তে উইকেটক্ষক পজিশনে খেলতে দেখা গেছে জোস ইংলিসকে। পাকিস্তান সিরিজে তাঁরাই একসঙ্গে কাজ করতে চলেছেন, তবে ওয়েড থাকবেন অন্য ভূমিকায়।