শুভব্রত মুখার্জি: ভারতীয় ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ দিন ধারাবাহিক ভাবে পারফরম্যান্স করেছেন সরফরাজ খান। ভারতের এই তরুণ ডানহাতি ব্যাটার সদ্য জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। আর সুযোগ পেয়েই করেছেন বাজিমাত। রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভারতীয় দলের হয়ে অভিষেক হয় সরফরাজের। নিজের অভিষেক ম্যাচেই তিনি দুই ইনিংসেই অর্ধশতরান করেছেন। স্পর্শ করেছেন সুনীল গাভাসকরের নজির। সরফরাজের এই সাফল্য দেখার পর এবার ঘরোয়া ক্রিকেটের আর এক ধারাবাহিক পারফরম্যান্সকারী ব্যাটারেরও জাতীয় দলে অন্তর্ভুক্তির পক্ষে জোরদার সওয়াল করেছেন দীনেশ কার্তিক।
আরও পড়ুন: ৪-৫ বছর আগে রোহিতের একটা ফোনই কি বদলে দিয়েছিল যশস্বীর ক্যারিয়ার? খোলসা করলেন তরুণ তারকার শৈশবের কোচ
কে এই প্রতিভাবান তারকা? আসুন চিনে নেওয়া যাক তাঁকে। জেনে নেওয়া যাক তাঁর জাতীয় দলে অন্তর্ভুক্তির বিষয়ে কী বললেন দীনেশ কার্তিক। প্রতিভাবান এই তরুণ ক্রিকেটারের নাম বাবা ইন্দ্রজিৎ। রঞ্জি ট্রফি ক্রিকেটে সরফরাজের মতন সমান ভাবে ধারাবাহিক এই ক্রিকেটার। দীনেশ কার্তিক আশা করেছেন, ঠিক যেমন ভাবে সরফরাজ খানের রঞ্জির পারফরম্যান্স সকলের নজরে পড়ায়, তিনি জাতীয় দলে জায়গা পেয়েছেন, ঠিক তেমন ভাবেই যেন বাবা ইন্দ্রজিতের পারফরম্যান্সও নির্বাচকদের নজর পড়ে। সেই আশাই রেখেছেন তিনি। তামিলনাড়ুর ব্যাটার বাবা ইন্দ্রজিৎ শেষ কয়েক মরশুম ধরেই বেশ ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছেন। এতটাই ধারাবাহিক তাঁর পারফরম্যান্স যে, এই মুহূর্তে তাঁর ব্যাটিং গড় অনেকটা কিংবদন্তি ব্যাটার ডন ব্র্যাডম্যানের মতো। তাঁর ব্যাটিং গড় এই মুহূর্তে ৭৭.০০।
আরও পড়ুন: ঘুর্ণি পিচ বানিয়ে ইংল্যান্ডকে ধরাশায়ী- নিন্দুকদের এহেন সমালোচনা ফুৎকারে ওড়ালেন রোহিত
এই সমস্ত পরিসংখ্যান তুলে ধরে কার্তিক আশা প্রকাশ করেছেন, বাবা ইন্দ্রজিৎ খুব শীঘ্রই ভারতীয় 'এ' দলে সুযোগ পাবেন। কার্তিক সোশ্যাল মিডিয়াতে একটি বিস্তারিত পোস্ট করেছেন। সেখানেই বাবা ইন্দ্রজিতকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘মোর পাওয়ার টু ইউ' (অর্থাৎ তুমি আরও শক্তিশালী হও)। সরফরাজ অভিষেকে খুব ভালো পারফরম্যান্স করার পরে আমি বাবা ইন্দ্রজিতের জনেয ফিল করছি। শেষ কয়েকটা মরশুমে ওর পারফরম্যান্স তুলে ধরলাম।’
১) ২০১৬: ৬৯৭ রান, গড় ৬৩.৪, ২ টি শতরান, ৫টি অর্ধশতরান।
২) ২০১৭: ৪০৫ রান, গড় ৫৮.১, ১টি শতরান, ২টি অর্ধশতরান
৩) ২০১৮: ৬৪১ রান, গড় ৫৮.৩, ২টি শতরান, ৪টি অর্ধশতরান
৪) ২০১৯: ৮৯ রান, গড় ৪৪.৫, ১টি অর্ধশতরান
৫) ২০২১: ৩৯৬ রান, গড় ৯৯, ৩টি অর্ধশতরান
প্রসঙ্গত শুক্রবার বাবা ইন্দ্রজিৎ অপরাজিত ১২২ রান করেন। বিজয় শঙ্করের সঙ্গে তিনি ১৮৪ রানের জুটি গড়েছিলেন। পঞ্জাবের বিরুদ্ধে তামিলনাড়ু ৪ উইকেটে ২৯১ রান করেছে।