ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে এখনও পর্যন্ত ওডিআই বিশ্বকাপ জেতা হয়নি রোহিত শর্মার। সম্ভাব্য শেষ টি২০ বিশ্বকাপে খেলতে নেমেছেন তিনি। নিজের কেরিয়ারের প্রথম টি২০ বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিলেন রোহিত। এবার ফের দেশকে অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন করার সুযোগ রয়েছে রোহিত শর্মার কাছে। তবে তার জন্য পরের পাঁচটি ম্যাচেই জিততে হবে ভারতকে। সুপার এইটের তিনটি ম্যাচে রোহিতদের প্রতিপক্ষ তুলনায় দুর্বল দুই দেশ বাংলাদেশ এবং আফগানিস্তান। শক্তিশালী দলের মধ্যে একমাত্র অস্ট্রেলিয়া রয়েছে। এরই মধ্যে রোহিতের দীর্ঘদিনের বন্ধু অভিষেক নায়ার জানাচ্ছেন, আগের থেকে কতটা নিজেকে বদলে নিয়েছেন হিটম্যান।
আরও পড়ুন-বৃষ্টি হল না, তবু বাতিল ভারতের ম্যাচ! গোটা মাঠে কেন নেই কভার? প্রশ্নের মুখে ICC
কথায় বলে দায়িত্ব মানুষকে অনেক কিছুই শেখায়, তবে স্রেফ অধিনায়ক হিসেবে দলের দায়িত্ব নিয়ে নয়, তাঁর অনেক আগেই পরিণত হয়েছিলেন রোহিত, বলছেন অভিষেক নায়ার। ২০০৭ সালের পর থেকে সব টি২০ বিশ্বকাপে সুযোগ পেলেও ২০১১ সালের ওডিআই বিশ্বকাপে দলে জায়গা হয়নি তাঁর। সেই ধাক্কা থেকেই আসতে আসতে ঘুরে দাঁড়ান হিটম্যান। এক সময় লোকের মুখে মুখে ম্যাগি ম্যান, পাও ভাজি ম্যানের কটাক্ষ শুনতে শুনতেই নিজেকে বদলে নিয়ে ভারতীয় দলের ওপেনিংয়ের সব থেকে নির্ভরযোগ্য ব্যাটার হয়ে ওঠেন রোহিত। কাছ থেকে দেখেছেন রোহিতকে, তাই তার এই জীবনের বদল নিজেই ব্যাখ্যা করলেন কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ।
আরও পড়ুন-আবহাওয়ার জন্য ম্যাচ বাতিল,অখুশি ভারতীয় দল! শুভমনদের দেশে ফেরার কারণ বললেন বিক্রম রাঠোর
অভিষেক নায়ার এক সাক্ষাৎকারে বলেন, ‘রোহিত শর্মাকে যখন বিশ্বকাপের দলে নেওয়া হয়নি, তখন আমি বলেছিলাম ওকে, চলো আরও পরিশ্রম করতে হবে। কারণ ওই সময় ওর ওজন অনেকটা বেড়ে গেছিল। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগেই একটা বিজ্ঞাপন এসেছিল যুবরাজ সিংয়ের সঙ্গে রোহিত শর্মার, যেখানে ওর ভুড়ির দিকে চিহ্নিত করা হয়েছিল। সেটি দেখেই রোহিত শর্মা বলেছিল, এবার সময় এসেছে এই ধারণা ভাঙার। এটা আমায় বদলাতে হবে’।
আরও পড়ুন-স্টার্ক-জাম্পাদের মাথার ওপর ছয়! টি২০ বিশ্বকাপে নজির স্কটল্যান্ডের ম্যাকমুলেন-এর
অভিষেক বলেন, ‘এরপর যখন ২০১১ বিশ্বকাপে দল ঘোষণা হল তখন ও দলে ছিল না। এরপর থেকেই রোহিত শর্মা আসতে আসতে হিটম্যান হওয়া শুরু করল। সব কিছুই বদলে ফেলেছিল রোহিত। নিজের চিন্তাধারা, স্টাইল, মানসিকতা, সব কিছু। আমার চোখে দেখা ও প্রথম ক্রিকেটার যার ক্রিকেটের পুরো রূপান্তর অর্থাৎ একজন সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার গল্প আমি নিজের চোখে দেখতে পেয়েছি। আমায় রোহিত বলেছিল, তুমি যা বলবে আমি করব। কিন্তু আইপিএলের পর সবাই যেন বলে, এটা অন্য রোহিত শর্মা, সেই সময় ওকে অনেক দুমিনিট ম্যাগি ম্যান বলে কটাক্ষ করত, কিন্তু এরপর তা বদলে যায় ’।