চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বুমরাহর ফিটনেস নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের আগে দলের বোলিং ইউনিট নিয়ে কথা বলেছেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির শেষ ধাপে ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ খেলতে নামছে ভারত। তবে দলের পেস আক্রমণের অন্যতম ভরসা জসপ্রীত বুমরাহর ফিটনেস এখনও বড় প্রশ্নচিহ্নের মুখে রয়েছে।
জসপ্রীত বুমরাহর ফিটনেসের কী অবস্থা?
৩১ বছর বয়সি এই পেসার জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর সিরিজের শেষ টেস্টে পিঠে চোট পান। যদিও তাকে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, টুর্নামেন্টের জন্য তার উপলব্ধতা এখনও নিশ্চিত নয়।
আরও পড়ুন … ISL 2024-25: যুবভারতীতে টানা ৯ ম্যাচে জয়! সুপার সিক্স পর্বে প্রবেশ করে লিগ শিল্ড জয়ের আরও কাছে মোহনবাগান
জসপ্রীত বুমরাহর ফিটনেস নিয়ে কী বললেন রোহিত শর্মা
নাগপুরে প্রথম ওডিআই ম্যাচের আগে বুমরাহর ফিটনেস নিয়ে রোহিত বলেন, ‘জসপ্রীতের স্ক্যানের রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করছি, যা আগামী কয়েক দিনের মধ্যে হওয়ার কথা।’ তিনি আরও যোগ করে বলেন, ‘আমরা শুধু সেই আপডেটের অপেক্ষায় আছি, যেটা স্ক্যানের পরই জানা যাবে। এরপর সম্ভবত শেষ ওডিআইতে তার অংশগ্রহণ নিয়ে আমাদের আরও কিছুটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে।’
আরও পড়ুন … IND vs ENG ODI: এটা কী ধরনের প্রশ্ন? সাংবাদিক সম্মেলনের মধ্যেই মেজাজ হারালেন রোহিত শর্মা
জসপ্রীত বুমরাহর জায়গায় বরুণ চক্রবর্তী দলে এসেছেন
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে বুমরাহর খেলার কথা থাকলেও, মঙ্গলবার ঘোষিত ১৬ সদস্যের দলে তার নাম ছিল না। পরিবর্তে ভারত দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বরুন চক্রবর্তীকে। টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর ওডিআই দলে প্রথমবারের মতো সুযোগ পেলেন বরুণ চক্রবর্তী। পাঁচ ম্যাচে ১৪ উইকেট নেওয়া এই রহস্যময় স্পিনার সম্পর্কে রোহিত বলেন, ‘আমি জানি এটি টি-টোয়েন্টি ফরম্যাট ছিল, তবে তার মধ্যে অবশ্যই কিছু আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তাই আমরা তাকে একটি বিকল্প হিসেবে বিবেচনা করতে চেয়েছি এবং দেখে নিতে চেয়েছি, সে আমাদের জন্য কী করতে পারে।’
এরপরে রোহিত বলেন, ‘এই সিরিজ আমাদের জন্য একটি সুযোগ এনে দিয়েছে, যেখানে আমরা তাকে খেলিয়ে দেখতে পারব। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আমরা তাকে নিয়ে ভাবছি কি না, সেটা এখনও নিশ্চিত নয়, তবে যদি সে দারুণ পারফর্ম করে এবং আমাদের পরিকল্পনার সঙ্গে মানিয়ে নিতে পারে, তাহলে অবশ্যই তাকে বিবেচনায় নিতে হবে।’
আরও পড়ুন … England Announce Playing XI: বিশ্বকাপের পর ফের জো রুটের দলওয়াপসি, ঘোষিত বাটলারদের নাগপুর ম্যাচের একাদশ
শামির প্রত্যাবর্তন বড় ইতিবাচক দিক
ভারতের জন্য আরেকটি বড় ইতিবাচক দিক হল অভিজ্ঞ পেসার মহম্মদ শামির ফেরার খবর। ২০২৩ ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়া মহম্মদ শামি চোট কাটিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। দুই ম্যাচে তিনটি উইকেট নেওয়া এই পেসার ঘরোয়া ক্রিকেটেও খেলেছেন। তবে সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠলে রোহিত তাকে সমর্থন জানিয়ে বলেন, ‘সে গত ১০-১২ বছর ধরে ক্রিকেট খেলছে এবং দলের জন্য দুর্দান্ত পারফর্ম করেছে। বিশ্বকাপে তার পারফরম্যান্স দেখুন।’
এরপরে তিনি বলেন, ‘কিছু ঘরোয়া ম্যাচ যদি প্রত্যাশামতো না যায়, তার মানে এই নয় যে সে ভালো বোলার নয়। সে আমাদের অনেক ম্যাচ জিতিয়েছে, অনেক উইকেট নিয়েছে। এসব মাথায় রাখা উচিত।’ ভারত ও ইংল্যান্ডের প্রথম ওডিআই ম্যাচ ৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার নাগপুরে অনুষ্ঠিত হবে।