ভারতীয় দল টি২০ বিশ্বকাপ জিতেছে প্রায় তিন মাস হতে চলল, কিন্তু এখনও ফাইনালের প্রত্যেকটা মূহূর্ত চোখে ভাসছে ভারতীয় ক্রিকেটারদের। রোহিত শর্মা থেকে অক্ষর প্যাটেল, সেদিনের স্মৃতির হ্যাঙ্গোভার এখনও কাটেনি ভারতীয় দলের ক্রিকেটারদের। সেদিনের ফাইনালে ভারতীয় দলের নায়কের সংখ্যা ছিল একাধিক।বিরাট কোহলি ম্যাচের সেরা হলেও বুমরাহ, হার্দিক, অক্ষরদের চোয়াল চাপা লড়াই ছিল দেখবার মতো। সঙ্গে সূর্যকুমার যাদবের মাস্টাক্লাস ফিল্ডিংও ভারতকে আইসিসির ট্রফি জয়ের খরা কাটিয়ে টি২০ বিশ্বচ্যাম্পিয়ন করে।
সম্প্রতি এক পডকাস্টে গেছিলেন সেই ম্যাচে ভারতীয় দলকে লড়াইয়ে ফেরানো অক্ষর প্যাটেল। পাকিস্তানের বিপক্ষে গ্রুপ স্টেজের ম্যাচেই ব্যাট হাতে নজর কেড়ে বুঝিয়েছিলেন তাঁকে ভরসা করা যায়। সেই মতো বিশ্বকাপ ফাইনালে রাবাদাদের বিপক্ষে ভারতের ৩৪ রানে ৩ উইকেট পড়তেই টিম ম্যানেজমেন্ট স্মরণ করে ‘বাপু’ অক্ষরের। সেদিনের স্মৃতির ফ্ল্যাশব্যাক এখনও চোখে ভাসছে অক্ষরের, বলছেন কয়েক মূহূর্তের মধ্যে কি যে হয়েগেছিল, কিছুই বুঝতে পারছিলেন না।
ভারতীয় দলের এই অলরাউন্ডার সেদিনের ব্যাটিং অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানাচ্ছেন, ‘ ওই মূহূর্তটা নিয়ে যদি আমি কথা বলতে যাই, তাহলে বলব যে রোহিত ভাই আমার পাশেই ছিল। আমি ড্রেসিং রুমেই বসে খেলা দেখি, যে মাঠে কি হচ্ছে না হচ্ছে। প্রথমে রোহিত ভাই আউট হল, তারপর ঋষভ আউট হল। রোহিত ভাই এল, ঘাম মুছল প্রথমে। আমি যে সিটে বসেছিলাম এক কোনে, সেই একই রোয়ের অপর এন্ডে বসেছিল রোহিত শর্মা। তখন আমায় এসে বলল যে প্যাড পড়ে নে’।
অক্ষর প্যাটেল বলছেন, তিনি যখন ব্যাট করতে নেমেছিলেন তখন জানতেনও না ভারতের স্কোর ঠিক কত ছিল। তাঁর কথায়, ‘এরপর আমি যখন কিটব্যাগ খুলে প্যাড পড়তে যাব, তখন চাহালও এসে বলল যে রাহুল ভাইও একই বার্তা পাঠিয়েছে, যে অক্ষরকে বল প্যাড পড়ে নিতে। আমি প্য়াড পড়ছিলামই, আর তার মধ্যেই সূর্যকুমার যাদব আউট হয়ে গেল। ব্যাস, আর তো কিছু ভাবারই সময়ই পাইনি যে কি হচ্ছে আর কি হচ্ছে না। স্কোরবোর্ডও দেখার সুযোগ পাইনি, যে কতরানে তিন উইকেট পড়েছে’।
আরও পড়ুন-এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে চিন বধ ভারতের! যুগরাজের গোলে চ্যাম্পিয়ন ভারত!
সেই ম্যাচে ব্যাট হাতে ৩১ বলে ৪৭ রান করেছিলেন অক্ষর প্য়াটেল, এরপর নিজের ভুলেই রানআউট হয়ে যান তিনি। নাহলে ভারতের রান আরও বাড়াতেই পারতেন তিনি। দলের প্রয়োজনীয় সময় এই বাঁহাতি অলরাউন্ডার বিরাটের সঙ্গে জুটিতে তুলেছিলেন ৭২ রান, তাও মাত্র ৯ ওভারে। অর্থাৎ উইকেট না হারিয়ে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রতি আক্রমণও করেছিলেন অক্ষর। বল হাতেও ড্রেসিং রুমে ফিরিয়েছিলেন ২১ বলে ৩১ রান করে ভয়ঙ্কর হতে বসা ট্রিস্টান স্টাবসকে। শেষ পর্যন্ত ৭ রানে দঃ আফ্রিকাকে হারিয়ে টি২০ বিশ্বকাপ জেতে ভারত।