মহারাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি অভিষেকে ১৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন আয়ুষ মাত্রে। মুম্বইয়ের হয়ে প্রথমবার রঞ্জি ট্রফিতে মাঠে নেমেই দলকে জিতিয়ে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন আয়ুষ।
সার্ভিসেসের বিরুদ্ধে শেষ রঞ্জি ম্যাচে ফের মুম্বইয়ের হয়ে শতরান করেন আয়ুষ। ১১৬ রানের অনবদ্য ইনিংস খেলে ফের ম্যাচের সেরার পুরস্কার জেতেন তিনি। রঞ্জির প্রথম ৫টি ম্যাচে মাঠে নেমে আয়ুষ মাত্রে ৪৫.৩৩ গড়ে ৪০৮ রান সংগ্রহ করেন।
আরও উল্লেখযোগ্য বিষয় হল, দ্বিতীয় লেগের রঞ্জি অভিযান শুরুর আগে আয়ুষ বিজয় হাজারে ট্রফির শেষ ম্যাচে মুম্বইয়ের হয়ে ১৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি বিজয় হাজারে ট্রফিতে কর্ণাটকের বিরুদ্ধে ৭৮ ও নাগাল্যান্ডের বিরুদ্ধে ১৮১ রানের অবিশ্বাস্য ২টি ইনিংস উপহার দেন। বোঝাই যাচ্ছে কেমন বিধ্বংসী ফর্মে রয়েছেন আয়ুষ।
অবাক করা বিষয় হল, নিজের শেষ রঞ্জি ম্যাচে এবং শেষ বিজয় হাজারে ম্যাচে শতরান করা সত্ত্বেও জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে চলতি রঞ্জি ম্যাচের দলে জায়গা হয়নি আয়ুষের। ১৭ বছরের আয়ুষকে রিজার্ভ বেঞ্চে বসতে হয় রোহিত শর্মাকে প্রথম একাদশে জায়গা করে দিতে।
দুর্দান্ত খেলেও প্রথম একাদশ থেকে বাদ পড়তে হলে মনে ক্ষোভ জন্মানো স্বাভাবিক। তবে আয়ুষ মাত্রে এক্ষেত্রে বিন্দুমাত্র হতাশ নন। বরং তিনি উচ্ছ্বসিত রোহিত শর্মার মতো কিংবদন্তির সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নিতে পারায়। আসলে রোহিতকেই নিজের আদর্শ হিসেবে মেনে চলেন ১৭ বছরের মুম্বই তারকা। তাই নিজের আদর্শের জন্য এই স্বার্থত্যাগে যরপরনাই আপ্লুত আয়ুষ।
জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি অভিযানের মাঝেই আয়ুষ সোশ্যাল মিডিয়ায় রোহিতকে নিয়ে বিশেষ বার্তা পোস্ট করেন। ইনস্টাগ্রামে রোহিতের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে আয়ুষ লেখেন, ‘টেলিভিশনে ওকে ব্যাট করতে দেখে ক্রিকেট খেলা শুরু করি। এখন নিজের আইডলের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়াটা অবিশ্বাস্য মনে হচ্ছে। এগিয়ে যাওয়ার পথে অনেক শিক্ষা মিলবে।’
আয়ুষের স্বার্থত্যাগের মর্যাদা দিতে পারেননি রোহিত
ফর্মে থাকা আয়ুষ মাত্রেকে বসিয়ে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে রোহিতকে মাঠে নামায় মুম্বই। তবে রোহিত শর্মা ব্যাট হাতে দুই ইনিংসেই নজর কাড়তে ব্যর্থ হন। রোহিত প্রথম ইনিংসে ১৯ বলে ৩ রান করে আউট হন। তিনি দ্বিতীয় ইনিংস সেট হয়েও উইকেট দিয়ে আসেন। ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ২৮ রান করে ক্রিজ ছাড়েন হিটম্যান।