ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অভিজ্ঞ খেলোয়াড় হরভজন সিং এবং ইরফান পাঠান বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আধিপত্য বিস্তার করছেন। ভারতের এই দুই প্রাক্তন খেলোয়াড়ই ক্রমাগত পাকিস্তানি সমর্থক ও সাংবাদিকদের যোগ্য জবাব দিয়ে চলেছেন। বাবর আজমের পাকিস্তানি ভক্ত এবং দর্শকরা প্রতিনিয়ত টিম ইন্ডিয়া এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ইস্যু তুলে এই খেলোয়াড়দের ট্যাগ করছেন। কিন্তু বারবার তারা এই দুই ক্রিকেটারের থেকে কঠিন জবাব পাচ্ছেন। ইরফান ও হরভজনের থেকে প্রতিক্রিয়া পেয়ে হতাশার মুখোমুখি হচ্ছেন পাকিস্তানি ভক্তেরা। সম্প্রতি, হরভজন সিং এক পাকিস্তানি ভক্তকে বলেছেন কেন ভারতীয় দল পাকিস্তানে যাবে না, যেখানে একটি ভুয়ো ভিডিয়োতেও হরভজন সিং সেই ভক্তকে তিরস্কার করেছেন।
আরও পড়ুন… SA20 লিগে খেলবেন দীনেশ কার্তিক! KKR ও RCB-র প্রাক্তনী যুক্ত হলেন পার্ল রয়্যালসের সঙ্গে
বাবর আজমের ভক্তদের যোগ্য জবাব দিয়েছেন
আসলে, বাবর আজমের ভক্তরা তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি ভুয়ো ভিডিয়ো পোস্ট করেছেন যাতে তারা লিখেছেন, ‘যখন ইরফান পাঠান বাবর আজমের কাছে একটি সাক্ষাৎকারের জন্য ভিক্ষা করছিল কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছিলেন।’ তবে ইরফান পাঠানকে এই ভিডিয়োতে কোথাও দেখা যায়নি। যে কারণে এটি একটি ভুয়া ভিডিয়ো প্রমাণিত হয়েছে। কিন্তু হরভজন সিং এই ভিডিয়োটি দেখে রেগে যান এবং এর উত্তর দিতে দিয়ে তিনি লিখেছেন, ‘এই ভিডিয়োতে ইরফান পাঠান কোথায়? তোমাদের কথা বলার ভদ্রতা আগে থেকেই ছিল না। দেখছি তোমরা তো এখন চোখেও দেখতে পাচ্ছ না? যাইহোক, যদি তোমাদের ইংরেজিতে প্রশ্ন করা হয় তবে তোমরা সমস্যায় পড়বে।’
আরও পড়ুন… Paris Olympics 2024: ইনস্টায় ঝড় তোলা সাঁতারু লুয়ানাকে বার করে দেওয়া হল অলিম্পিক্স গেমস ভিলেজ থেকে!
প্রতিবেশী দেশ পাকিস্তান হরভজন সিংয়ের এই যোগ্য জবাব হজম করতে পারেনি এবং তারা কিংবদন্তি বোলারের প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করেছে। কিন্তু হরভজন সিংকে বিষয়টি শান্ত করার অনুরোধ করেছিলেন ইরফান পাঠান। পাকিস্তানের এই ফ্যান পেজগুলির বিষয়ে কঠোর মনোভাব দেখিয়েছিলেন ইরফান। এই ভিডিয়োর কমেন্ট বক্সে ইরফান লিখেছেন, ‘ওরা মিথ্যে বলে প্রচার পেতে চায়, পাজি ওদের পাত্তা দেবেন না।’
পাকিস্তানি সাংবাদিককে অপমান করলেন ভাজ্জি
সম্প্রতি, হরভজন সিং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়াকে পাকিস্তানে না পাঠানোর বিসিসিআই-এর অবস্থানকে ন্যায্যতা দিয়েছেন এবং প্রতিবেশী দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন হরভজন সিং। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় হরভজনকে কটাক্ষ করেছেন পাকিস্তানের এক সাংবাদিক। এর পরে পাকিস্তানি সাংবাদিককে হরভজন সিং যোগ্য জবাব দেন।