বাংলা নিউজ > ক্রিকেট > Babar Azam Steps Down: পাক ক্রিকেটের ডামাডোলের মাঝে ফের পাকিস্তানের ক্যাপ্টেন্সি ছাড়লেন বাবর আজম

Babar Azam Steps Down: পাক ক্রিকেটের ডামাডোলের মাঝে ফের পাকিস্তানের ক্যাপ্টেন্সি ছাড়লেন বাবর আজম

পাকিস্তানের ক্যাপ্টেন্সি ছাড়লেন বাবর আজম। ছবি- পিটিআই।

Babar Azam, Pakistan Cricket: এক বছরেরও কম সময়ের মধ্যে এই নিয়ে ২ বার পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব ছাড়লেন বাবর আজম।

ফের পাকিস্তানের নেতৃত্ব ছাড়লেন বাবর আজম। এক বছরেরও কম সময়ের মধ্যে দু'বার ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ালেন পাক তারকা। যদিও প্রথমবার বোর্ডের চাপে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন বলা যায়। এবার পাকিস্তান টিম ম্যানেজমেন্ট ঘনঘন নেতা বদলের বিপক্ষে মত দিলেও নিজের পারফর্ম্যান্সকে গুরুত্ব দিতেই দায়িত্ব থেকে অব্যহতি নিলেন বাবর।

মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ার লম্বা পোস্টে বাবর জানিয়ে দেন, তিনি সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়াচ্ছেন। কারণ হিসেবে ব্যক্তিগত পারফর্ম্যান্সে মন দেওয়া ও নিজের খেলা উপভোগ করা ও পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা উল্লেখ করেন তিনি।

ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পরে বাবরকে তিন ফর্ম্যাটের নেতৃত্ব থেকেই সরিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও বাবর সেক্ষেত্রে নিজেই পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন। পরিবর্তে টেস্টে শান মাসুদ ও টি-২০ ক্রিকেটে শাহিন আফ্রিদিকে ক্যাপ্টেন করে পিসিবি।

আরও পড়ুন:- Padikkal Takes Stunning Catch: উড়ন্ত বাজ! ইরানিতে শূন্যে শরীর ছুঁড়ে অবিশ্বাস্য ক্যাচ পাডিক্কালের- ভিডিয়ো

মাসুদ সেই থেকে টেস্ট ক্যাপ্টেন্সি চালিয়ে যাচ্ছেন। তবে একটি সিরিজের পরেই শাহিন আফ্রিদির উপর থেকে আস্থা উঠে যায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের। তারা ফের টি-২০ নেতৃত্বে ফেরায় বাবরকে। যদিও ফের দায়িত্ব নিয়েও দলকে ব্যর্থতার ধারা থেকে টেনে তুলতে পারেননি বাবর। বরং পরপর দ্বিপাক্ষিক সিরিজ ও টি-২০ বিশ্বকাপে হতাশাজনক পারফর্ম্যান্স মেলে ধরে পাকিস্তান।

ধারাবাহিক ব্যর্থতার মাঝে পাকিস্তানের নেতৃত্ব বদলের দাবি উঠছিল আগে থেকেই। তার উপর বেশ কিছুদিন ব্যাট হাতে পরিচিত ছন্দে নিজেকে মেলে ধরছে পারছেন না বাবর। তিনি নিজের উপর থেকে চাপ কমাতেই ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। সোশ্যাল মিডিয়া পোস্টে বাবর জানান যে, তিনি তাঁর সিদ্ধান্তের কথা পিসিবিকে গত মাসেই জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন:- WTC Points Table: ফাইনালে ওঠার দৌড়ে বাকিদের আরও পিছনে ফেলল ভারত, টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে শেষের সারিতে বাংলাদেশ

প্রথম দফার ক্যাপ্টেন্সি কেরিয়ারে বাবর পাকিস্তান ক্রিকেট দলকে উল্লেখযোগ্য সাফল্য এনে দেন। বাবরের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাল্টি ফর্ম্যাট সিরিজ জেতে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডি সিরিজও জেতে তারা। বাবররের নেতৃত্বেই পরপর ২টি টি-২০ বিশ্বকাপের একটিতে সেমিফাইনাল ও একটিতে ফাইনাল খেলে পাকিস্তান।

আরও পড়ুন:- Vaibhav Hits Century: ৫৮ বলের বিধ্বংসী 'টেস্ট সেঞ্চুরিতে' বিরল রেকর্ড ১৩ বছরের বৈভবের, টপকালেন গিল-গম্ভীরদের

তবে দ্বিতীয় দফায় বাবরের ক্যাপ্টেন্সি কেরিয়ার মোটেও মনে রাখার মতো নয়। বাবর দ্বিতীয়বার পাকিস্তানের ক্যাপ্টেন হওয়ার পরে পাকিস্তান ১৩টি টি-২০ ম্যাচের মধ্যে মাত্র ৬টিতে জয় পায়। এমনকি আয়ারল্যান্ড ও আমেরিকার মতো দলের কাছেও টি-২০ ম্যাচ হারে পাকিস্তান।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

বাবা সিদ্দিকি খুনে গ্রেফতার চক্রী, এখনও বেপাত্তা 'পেপার স্প্রে' করে পালানো খুনি চিন্নাস্বামীতে রোহিত-বিরাটদের সঙ্গে সাক্ষাৎ দ্রাবিড়ের! বুধবার শুরু টেস্ট সিরিজ… দুর্গা প্রতিমা ভাসানের সময় সাম্প্রদায়িক হিংসা, গুলিতে নিহত এক, সাসপেন্ড ২ পুলিশ ‘গোয়ালঘর পরিষ্কার করে শুয়ে পড়লেই ক্যানসার সেরে যাবে', দাওয়াই যোগীর মন্ত্রীর কিং এর দাপট, সহজেই শ্রীলঙ্কার বিরুগ্ধে প্রথম টি-২০ জিতল উইন্ডিজ নতুন কাজ শুরু করা এবং বিনিয়োগ করা এড়ানো উচিত, দেখুন কী বলছে সাপ্তাহিক রাশিফল রবিবারেও কমলো আলিয়ার ছবির আয়! ৩ দিনের মাথায় কী অবস্থা 'ভিকি বিদ্যা'-'জিগরা'র? ২৩ বছরের বাচ্চার কাছেই হারলেন জকোভিচ!পরে বললেন, ‘এখানেই শেষ নয়,আগমী বছরেও ফিরব’… আজ সাগরে তৈরি হবে নিম্নচাপ, লক্ষ্মীপুজো থেকে ফের টানা বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গে করিম লালা থেকে দাউদ, বাবা সিদ্দিকির মৃত্যুতে চর্চায় বলিউডের আন্ডারওয়ার্ল্ড যোগ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.