দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে টি-২০ সিরিজ হারতে হলেও জয় দিয়ে পরবর্তী ওয়ান ডে সিরিজ শুরু করল পাকিস্তান। পার্লে শেষ ওভারের থ্রিলারে প্রোটিয়াদের হারিয়ে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ লিড নেন মহম্মদ রিজওয়ানরা।
বোল্যান্ড পার্কে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তারা নির্ধারিত ৫০ ওভার ব্যাট করেও আড়াইশো রানের গণ্ডি টপকাতে ব্যর্থ হয়। দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটের বিনিময়ে ২৩৯ রান সংগ্রহ করে।
দাপুটে হাফ-সেঞ্চুরি করেন এনরিখ ক্লাসেন। ৬ নম্বরে ব্যাট করতে নেমে ক্লাসেন ৯৭ বলে ৮৬ রান করে সাজঘরে ফেরেন। তিনি ৭টি চার ও ২টি ছক্কা মারেন। ক্যাপ্টেন এডেন মার্করাম করেন ৫৪ বলে ৩৫ রান। অত্যন্ত সতর্ক ইনিংসে তিনি মোটে ১টি চার মারেন।
এছাড়া ২৫ বলে ৩৩ রান করেন ওপেনার টনি ডি'জর্জি। তিনি ৬টি চার মারেন। অপর ওপেনার রায়ান রিকেলটন করেন ৩৮ বলে ৩৬ রান। তিনি ৭টি চার মারেন। রাসি ভ্যান ডার দাসেন ৮, ত্রিস্তান স্টাবস ১, মারকো জানসেন ১০, অ্যান্ডিল ফেলুকওয়াও ১, কাগিসো রাবাদা ১১ ও ওটনেল বার্টম্যান অপরাজিত ১১ রানের যোগদান রাখেন।
পাকিস্তানের হয়ে ৮ ওভারে ৩২ রান খরচ করে ৪টি উইকেট নেন আঘা সলমন। ১০ ওভারে ৩২ রান খরচ করে ২টি উইকেট নেন আবরার আহমেদ। ১০ ওভারে ৪৬ রান খরচ করে ১টি উইকেট নেন শাহিন আফ্রিদি। ৭ ওভারে ৩৪ রান খরচ করে ১টি উইকেট পকেটে পোরেন সইম আয়ুব।
পালটা ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৯.৩ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৪২ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৩ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জেতে পাকিস্তান। ওপেন করতে নেমে দুর্দান্ত শতরান করেন সইম আয়ুব। তিনি ১১৯ বলে ১০৯ রান করে সাজঘরে ফেরেন। মারেন ১০টি চার ও ৩টি ছক্কা। খাতা খুলতে পারেননি অপর ওপেনার আবদুল্লা শফিক।
বাবর আজম ৩৮ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন। তিনি ৩টি চার মারেন। ৫ বলে ১ রান করে আউট হন ক্যাপ্টেন মহম্মদ রিজওয়ান। ১৪ বলে ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন কামরান গুলাম। ৯০ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন আঘা সলমন। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মারেন।
১ রান করে আউট হন ইরফান খান। খাতা খুলতে পারেননি শাহিন আফ্রিদি। ১৭ বলে ৯ রান করে নট-আউট থাকেন নাসিম শাহ। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও ওটনেল বার্টম্যান। ১টি করে উইকেট নেন মারকো জানসেন ও তাবরেজ শামসি। ম্যাচের সেরা হন ব্যাটে-বলে সফল আঘা সলমন।