ব্যাট হাতে মাঠে নামলে ঋষভ পন্ত অত্যন্ত নির্মম মেজাজের। বোলারদের মনোবল দুমড়ে মুচড়ে দিতে বিন্দুমাত্র কুণ্ঠা বোধ করেন না টিম ইন্ডিয়ার তারকার উইকেটকিপার-ব্য়াটার। তবে ব্য়াটিংয়ের সময়টুকু বাদ দিলে পন্ত মাঠ এবং মাঠের বাইরে অত্যন্ত প্রাণখোলা ও মজাদার চরিত্র। জীবনের প্রতিটি মুহূর্তে নিজের মতো করে উপভোগ করতে পছন্দ করেন পন্ত।
তারকা ক্রিকেটার হওয়া সত্ত্বেও পন্তকে প্রায়শই ছোটদের মতো মজা করতে দেখা যায়। উইকেটকিপিং করার সময় মজাদার সব মন্তব্য করা ছাড়াও পন্তের স্পাইডারম্যান গান ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অতীতে আইপিএলের সময় সাক্ষাৎকার দেওয়া রিকি পন্টিংয়ের পিছনে দাঁড়িয়ে তাঁর অঙ্গভঙ্গিকে অনুকরণ করতে দেখা গিয়েছে পন্তকে। সম্প্রতি পিছন থেকে অ্যাডাম গিলক্রিস্টের চোখ চেপে ধরতেও দেখা যায় পন্তকে।
এবার অ্যাডিলেড টেস্টের পরে পন্তের এমনই এক কাণ্ড মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া, যা বহুচর্চিত 'বেবি সিটার' কাণ্ডের স্মৃতি ফিরিয়ে আনে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে, যেখানে অ্যাডিলেডের একটি মলে এক অনুরাগীর শিশু সন্তানের সঙ্গে খুনসুটি করতে দেখা যায় পন্তকে। বাচ্চাটিকে কোলে নিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটান পন্ত।
২০১৮ সালে বক্সিং ডে টেস্টের সময় ঋষভ পন্ত যখন ব্যাট করছিলেন, অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন তথা উইকেটকিপার টিম পেইনকে স্লেজিং করতে শোনা যায়। ঋষভ পন্তকে পেইন তাঁর বাড়িতে বেবি সিটিংয়ের কাজের প্রস্তাব দেন। পেইন বলেন যে, পন্ত যদি তাঁর সন্তানদের দেখাশোনা করেন, তবে তিনি নিজের স্ত্রীকে নিয়ে সিনেমা দেখতে যাবেন।
আরও পড়ুন:- ধোয়া তুলসিপাতা ছিলেন না ট্র্য়াভিস হেড, তাহলে একা সিরাজকে কেন জরিমানা করল ICC?
পরে ঋষভ পন্তের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে টিম পেইনের সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভারতীয় তারকাকে। পাশে পেইনের স্ত্রী দাঁড়িয়ে ছিলেন অপর সন্তানকে কোলে নিয়ে। পেইনের স্ত্রীই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং লেখেন যে, ‘বেস্ট বেবিসিটার, ঋষভ পন্ত।’
চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ঋষভ পন্তের পারফর্ম্যান্স
চলতি বর্ডার-গাভাসকর ট্রফির ২টি টেস্টের চারটি ইনিংসে ব্যাট করতে নেমে ঋষভ পন্ত সাকুল্যে ৮৭ রান সংগ্রহ করেছেন। মেরেছেন ১০টি চার ও ১টি ছক্কা। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৩৭ রানের। এছাড়া উইকেটের পিছনে ১০টি ক্যাচ ধরেছেন ঋষভ। চারটি ইনিংসে পন্তের ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ৩৭, ১, ২১ ও ২৮ রান।