বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত। চেন্নাইয়ে প্রথম টেস্ট ম্যাচে ২৮০ রানে জয় পায় রোহিতরা। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে কানপুরে হাজির হয় টিম ইন্ডিয়া। কিন্তু সেখানে ভিলেন হয়ে দাঁড়ায় বৃষ্টি। প্রথম দিন ৩৫ ওভার খেলার পর বন্ধ হয়ে যায় ম্যাচ। এরপর চতুর্থ দিনে ফের শুরু হয় খেলা। দ্রুত বাংলাদেশকে ২৩৩ রানে অলডাউন করে ব্যাট করতে নামেন রোহিত-বিরাটরা। ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে বোঝা মুশকিল ছিল টেস্ট ম্যাচ চলছে না টি-২০। এদিনের ম্যাচে ব্যাট হাতে নজর কাড়েন আকাশদীপ। বিরাটের থেকে উপহার পাওয়া ব্যাট দিয়ে পরপর বিশাল দু’টি ছক্কা হাঁকান তিনি। যা দেখে প্যাভিলিয়নে বসে মজা নিতে দেখা গেল স্বয়ং কোহলিকেও। ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য।
এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা যায় যশস্বী জসওয়াল-রোহিত শর্মাদের। উইকেট হারালেও দ্রুত বাংলাদেশের ২৩৩ রান টপকে যায় ভারত। বাকি ব্যাটসম্যানদের দেখে নিজেকে সামলাতে পারেননি ভারতীয় পেসার আকাশদীপ। তিনি যখন ব্যাট করতে আসেন তখন নেমেই প্রথম ৩ বলের মধ্যে ২ বলে পরপর দু'টি বিশাল ছক্কা মারেন। তাঁর এই ব্যাটিং দেখে মজা পান বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ছবি। উল্লেখ্য, আকাশদীপ যেই ব্যাট দিয়ে ৬ মারেন তা বিরাটের থেকেই পাওয়া বলে জানা যায়। যদিও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। ৫ বলে ১২ রান করে মেহেদি হাসান মিরাজের বলে আউট হয়ে যান আকাশ।
প্রসঙ্গত, কানপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ৩ দিন বৃষ্টির জন্যই নষ্ট হয়। প্রথম দিন টসে জিতে ভারত বোলিং নিয়েছিল। তবে সেদিন ৩৫ ওভার খেলাই সম্ভব হয়। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করে। এরপর দ্বিতীয় এবং তৃতীয় দিন ভারী বৃষ্টির কারণে মাঠে এক বলও গড়ানো সম্ভব হয়নি। চতুর্থ দিন খেলা শুরু হলে জেতার জন্য ভারতের মধ্যে বাড়তি তাগিদ লক্ষ্য করা যায়। দুরন্ত বোলিং করে ভারতীয় বোলাররা। ৩ উইকেট নেন জসপ্রীত বুমরাহ। ২টি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন এবং আকাশদীপ। ১টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। ২৩৩ রানে অলডাউন হয়ে যায় শাকিবরা। জবাবে ব্যাট করতে নেমে ৩৪.৪ ওভারে ২৮৬ রান করে ডিক্লেয়ার দিয়ে দেওয়া হয় ভারতের তরফে। ৭২ রান করেন যশস্বী জসওয়াল, ৬৮ রান করেন কেএল রাহুল। নিজের অর্ধশতরান মিস করেন বিরাট কোহলি। শাকিব আল হাসানের বলে ৪৭ রানে বোল্ড আউট হয়ে যান তিনি।