ওয়াংখেড়ে টেস্টে ঋষভ পন্তের আউট নিয়ে বিতর্ক শুরু হল। বলটা আদৌও পন্তের ব্যাট লেগেছিল কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পন্ত নিশ্চিত ছিলেন যে বলটা তাঁর ব্যাটে লাগেনি। প্যাডে লেগেছে। কিন্তু ব্যাটের এত কাছাকাছি প্যাড এবং বল ছিল, যে তৃতীয় আম্পায়ার আওয়াজ গুলিয়ে ফেলেছেন। যদিও তৃতীয় আম্পায়ার মনে করেছেন যে বলটা নিশ্চিতভাবে পন্তের ব্যাটে লেগেছে। তাই অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত পালটে ভারতীয় তারকাকে আউট দিয়ে দেন। আর সেই সিদ্ধান্ত দেখে হতবাক হয়ে যান পন্ত। অনফিল্ড আম্পায়ারকে বোঝাতে থাকেন পুরোটা। তবে তাতে লাভ হয়নি। ড্রেসিংরুমে ফিরে যেতে হয়। একেবারে আসতে-আসতে মাঠ থেকে বেরিয়ে যেতে থাকেন পন্ত। যিনি দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধসের মধ্যে কার্যত একাহাতে ভারতকে টেনে নিয়ে যাচ্ছিলেন। ৫৭ বলে ৬৪ রান করেন। আর তিনি যখন আউট হন, তখনও জয়ের জন্য ভারতের আরও ৩৯ রান দরকার ছিল। হাতে ছিল তিন উইকেট।
বোলার নিশ্চিত ছিলেন যে বলটা ব্যাটে লেগেছে
আর সেই যাবতীয় বিতর্ক হয়েছে ওয়াংখেড়ে টেস্টের চতুর্থ ইনিংসে। ২২ তম ওভারের প্রথম এবং তৃতীয় বলে চার মারেন পন্ত। চতুর্থ বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে ডিফেন্স করতে যান। বলটা জমা পড়ে টম ব্লান্ডেলের হাতে। আবেদন করলেও আউট দেননি অনফিল্ড আম্পায়ার। আজাজ প্যাটেল নিশ্চিত ছিলেন যে প্যাডে লাগার আগে পন্তের ব্যাটে বলটা লেগেছে। শেষপর্যন্ত ছয় সেকেন্ড বাকি থাকতে ডিআরএস নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম।
‘স্পাইক’ দেখা যেতেই আম্পায়ারকে ব্যাখ্যা পন্তের
ডিআরএসে দেখা যায় যে বলটা যখন পন্তের ব্যাটের পাশ দিয়ে যাচ্ছে, তখন একটা আওয়াজ হচ্ছে। আর ‘স্পাইক’ দেখা যাচ্ছে। আর যখন সেই ‘স্পাইক’ হয়, তখন ব্যাট এবং প্যাডেরও সংযোগ হয়েছে বলে মনে হচ্ছিল। ‘স্পাইক’ দেখেই অনফিল্ড আম্পায়ারকে পন্ত বলতে থাকেন যে ব্যাটটা তাঁর প্যাডে লেগেছে। বলে লাগেনি। কিন্তু সেখানে অনফিল্ড আম্পায়ারের কিছু করার ছিল না। কিছুক্ষণ দেখার পরে তৃতীয় আম্পায়ার আউট দেন।
চরম হতাশ পন্ত, হার নিশ্চিত ভারতের?
সেই সিদ্ধান্ত দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন নিউজিল্যান্ডের খেলোয়াড়রা। আর হতবাক হয়ে যান পন্ত। অনফিল্ড আম্পায়ারের কাছে নিজের হতাশা প্রকাশ করতে থাকেন। কোনওরকম বাজে আচরণ করেননি। আর দিশাহীনভাবে পন্তের পাশে দাঁড়িয়ে থাকেন অনফিল্ড আম্পায়ার। শেষপর্যন্ত আসতে-আসতে হেঁটে বেরিয়ে যেতে থাকেন পন্ত। যে উইকেটটা সম্ভবত নিউজিল্যান্ডের হোয়াইটওয়াশের রাস্তাটা পরিষ্কার করে দিয়েছে।