Bangladesh vs South Africa 1st Test: মেহেদি হাসানের অপরাজিত ৮৭ রানের ইনিংসের দৌলতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াল বাংলাদেশ। এরফলে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ইনিংস পরাজয় এড়াল। বুধবার সিরিজের তৃতীয় দিনের শেষে ৮১ রানের লিড নিয়েছে বাংলাদেশ। বৃষ্টি ও খারাপ আলোর কারণে এদিন তাড়াতাড়ি খেলা বন্ধ হয়ে যায়। তবে ততক্ষণে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে সাত উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৮৩ রান তুলে নিয়েছে। মেহেদির সঙ্গে ক্রিজে আছেন নঈম হাসান (অপরাজিত ১৬)। ১৭১ বলে অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলেছে মেহেদি। এই সময়ে তিনি মেরেছেন নয়টি চার ও একটি ছক্কা। তিন উইকেটে ১০১ রানে দিন শুরু করেছিল বাংলাদেশ।
ইনিংসের পরাজয় এড়াতে তাদের প্রয়োজন ছিল আরও ১০১ রান। ১১ রানে আরও তিনটি উইকেট হারিয়ে দিনের শুরুতেই সমস্যায় পড়ে যায় বাংলাদেশ। কিন্তু অভিষেক হওয়া জাকের আলির (৫৮) সঙ্গে সপ্তম উইকেটে ১৩৮ রানের জুটি গড়ে দলকে কঠিন পরিস্থিতি থেকে টেনে তুলে আনেন মেহেদি হাসান মিরাজ। প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ।
আরও পড়ুন… ২০ ওভারে ৩৪৪/৪ রান! T20I-তে ইতিহাস লিখল জিম্বাবোয়ে, ৩৩ বলে ১০০ করে রেকর্ড গড়লেন সিকান্দার রাজা
জবাবে কাইল ভেরেনের ১১৪ রানের সুবাদে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৩০৮ রান তোলে। ফাস্ট বোলার কাগিসো রাবাদা (৩৫ রানে চার উইকেট) এবং স্পিনার কেশব মহারাজ (১০৫ রানে তিন উইকেট) নিজেদের মধ্যে সাত উইকেট ভাগাভাগি করে নেন এবং ম্যাচে দক্ষিণ আফ্রিকার আধিপত্য বজায় রাখেন। দিনের চতুর্থ ওভারে তিন বলের ব্যবধানে মাহমুদুল হাসান জয় (৪০) ও মুশফিকুর রহিমকে (৩৩) আউট করে বাংলাদেশের সমস্যা আরও বাড়িয়ে দেন রাবাদা। এরপর লিটন দাসকে (সাত) আউট করে দক্ষিণ আফ্রিকার জয়ের আশা বাড়িয়ে দেন মহারাজ।
আরও পড়ুন… India vs Germany: একাধিক পেনাল্টি কর্নার মিসের খেসারত দিল ভারত, ঘরের মাঠে জার্মানির কাছে ০-২ হারল
তবে এরপর ধৈর্য ধরে খেলে দলকে বড় পরাজয়ের হাত থেকে রক্ষা করেন মেহেদি হাসান মিরাজ ও জাকের আলি। ডেন পিটের বিরুদ্ধে ছক্কা মেরে মহারাজের বলে রান চুরি করে মেহেদি ৯৪ বলে তার হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। মেহেদি ও জাকেরের এই জুটি ভাঙেন কেশব মহারাজ। মেহেদি ও জাকিরের মধ্যে ১৩৮ রানের জুটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে কোনও উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। মেহেদি তখন নঈম হাসানের (অপরাজিত ১৬) কাছ থেকে ভালো সমর্থন পান এবং দুজনেই দক্ষিণ আফ্রিকার বোলারদের হতাশ করতে থাকেন। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৮৩ রান তোলে বাংলাদেশ। এরপরে বৃষ্টির কারণে খেলা শেষ হয়ে যায়। এই মুহূর্তে ৮১ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এখন দেখার ম্যাচের গতি কোন দিকে গড়ায়।