মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানেই হেরেছে বাংলাদেশ দল। সিরিজ হার এড়াতে চট্টগ্রাম টেস্টে তাই ঘুরে দাঁড়াতে বদ্ধ পরিকর টাইগাররা। এরমধ্যেই ধাক্কা খেয়েছে দলটি। অনুশীলনে চোট পেয়ে ছিটকে গিয়েছেন মিরপুর টেস্টেই অভিষেক হওয়া জাকের আলি অনিক।
ফলে চোটের কারণে চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক। ২৯ অক্টোবর, মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। ম্যাচের আগের দিন টেস্ট দল থেকে বাদ গেলেন জাকের আলি। জাকেরের বদলি হিসেবে ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার মাইদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন ২৫ বছর বয়সি অঙ্কন।
আরও পড়ুন… কার্স্টেনের পদত্যাগের পরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর রাগ উগরে দিলেন কেভিন পিটারসেন
BCB-র তরফ থেকে কী বলা হয়েছে?
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে উইকেটরক্ষক-ব্যাটার জাকেরের ছিটকে যাওয়ার বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াডে তার পরিবর্তে নেওয়া হয়েছে আনক্যাপড মিডল অর্ডার ব্যাটার মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কনকে।
আরও পড়ুন… BGT 2024-25: বিরাটের ফর্মে ফেরা রোহিতদের জন্য খুব দরকার, পূজারার কথা মনে করালেন প্রাক্তন নির্বাচক
বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাকের আলি অনিকের বাদ পড়া এবং তার জায়গায় মাইদুল ইসলাম অঙ্কনের অন্তর্ভূক্তির বিষয়টি নিশ্চিত করেছে। কনকাশনের কারণে জাকেরকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। জাকেরের চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, অনুশীলনে ব্যাট করতে গিয়ে জাকের আলির চোট লেগেছিল। তার এই আঘাত আগেও ছিল এবং এখনও উপসর্গ দেখাচ্ছে। তার পূর্ববর্তী আঘাতের রেকর্ডের পরিপ্রেক্ষিতে, পুনরুদ্ধারে কিছুটা সময় লাগতে পারে। ক্লিনিকাল ফলাফলের ভিত্তিতে তাকে দ্বিতীয় টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে।
দলের ফিজিও কী বললেন?
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, ‘রবিবার (২৭ অক্টোবর) ব্যাটিং অনুশীলনের সময় কনকাশনের ভুক্তভুগী হন জাকের আলি। অতীতেও তার কনকাশনের ইতিহাস আছে এবং তার মধ্যে এখনও কিছু উপসর্গ দেখা যায়। তার পূর্ববর্তী কনকাশনের ঘটনার ওপর ভিত্তি করে বোঝা যাচ্ছে যে, সেরে উঠতে তার কিছুটা সময় লাগবে। তার শারীরিক অবস্থার কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি।’
জাকির আলির বদলি হিসাবে দলে জায়গা পাওয়া মাইদুল ইসলাম অঙ্কন ঢাকা বিভাগের হয়ে খেলে। তিনি এখন পর্যন্ত ৪৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। তাতে ৩০.৬৯ গড়ে ১৯৩৪ রান করেছেন তিনি। ৩টি শতক ও ৮টি অর্ধশতক হাঁকিয়েছেন। চলতি জাতীয় ক্রিকেট লিগে সিলেট ডিভিশনের বিপক্ষে একমাত্র ইনিংসে খেলা ১১৮ রানের ইনিংসটিই তার কেরিয়ারের সর্বোচ্চ।