বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টটি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। ২৯ অক্টোবর, মঙ্গলবার ছিল এই ম্যাচের প্রথম দিন। এই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। টনি ডি জর্জি ও ত্রিস্তান স্টাবসের সেঞ্চুরিতে প্রথম দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। স্টাবস আউট হলেও ডি জর্জি দিনের শেষে এখনও ১৪১ রান করে অপরাজিত রয়েছেন। টাইগারদের পক্ষে ২টি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।
আলোর অভাবে আগেই শেষ করা হল ম্যাচ-
আলোর অভাবে প্রথম দিনের খেলা শেষ হয়েছে নির্ধারিত সময়ের কিছুটা আগে। প্রথম দিনে ৮১ ওভারেই খেলা শেষ করতে হয়। আর এদিনের পুরো ম্যাচেই আধিপত্য দেখিয়েছিলেন প্রোটিয়ারা। প্রথম সেশনের মাঝামাঝি সময়ে ১টি উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। দলীয় ৬৯ রানে তাইজুলের ঘূর্ণিতে পরাস্ত হয়ে মুমিনুল হকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে ছিলেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। মাঠ ছাড়ার আগে ৫৫ বলে ৩৩ রান করেছিলেন তিনি। এরপর টনি ডি জর্জির সঙ্গে ক্রিজ আঁকড়ে ধরেন ত্রিস্তান স্টাবস।
আরও পড়ুন… IPL 2025 Auction এর আগে কি KKR-র সঙ্গে শ্রেয়সের আলোচনা হয়েছে? সামনে আসছে বড় আপডেট
লাঞ্চ বিরতির পরে খেলা কোন দিকে এগিয়েছে-
লাঞ্চ বিরতি শেষে চা বিরতি, এরপরও চলছিল তাদের আধিপত্য। দুজনের ব্যাটে জুটি বড় হতে হতে ২০০ রান পার করে। ডি জর্জির পর সেঞ্চুরি তুলে নেন স্টাবসও। অথচ শুরুতে হাসান মাহমুদের বলে উইকেটের পিছনে ডি জর্জির ক্যাচটি মাহিদুল ইসলাম না ছাড়লে ৬ রানেই আউট হতে পারতেন তিনি। জীবন পেয়ে তিনি টাইগারদের উপর চাপ বাড়তে থাকে। তাঁকে আউট করা না গেলেও সেঞ্চুরি করে বিদায় নিয়েছেন স্টাবস।
তাইজুল ভাঙেন স্টাবস-জর্জি জুটি
তাইজুলের মিডল স্টাম্প বরাবর করা বলে পিছনে গিয়ে কাট করতে চেয়েছিলেন স্টাবস, তবে বল নীচু হওয়ায় বোল্ড হন স্টাবস। তাতে ভাঙে ২০১ রানের জুটি। এদিন ১০৬ রান করেছিলেন স্টাবস। কেরিয়ারের পঞ্চম টেস্ট খেলতে নেমে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন ২৪ বছর বয়সি এই ব্যাটার।
আরও পড়ুন… IND vs NZ: রোহিত নিজেই ভাববে আর কী ভালো করতে পারতাম, অধিনায়কের মনের কথা বললেন কার্তিক
ক্রিজে রয়েছেন কারা-
এদিকে স্টাবসের পর ডি জর্জিকে সঙ্গ দিতে ক্রিজে রয়েছেন ডেভিড বেডিংহ্যাম। ২৫ বল মোকাবিলায় ১৮ রান করেছেন তিনি। দ্বিতীয় দিনের শুরুতে এ দুইজনকে দ্রুত ফেরানো না গেলে চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়ানো বেশ কঠিনই হবে টাইগারদের জন্য। এই মুহূর্তে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।