সিলেট টেস্টে শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে নাগালের মধ্যে বেঁধে রাখে বাংলাদেশ, তবে সুযোগ ছিল আরও সস্তায় প্রতিপক্ষকে গুটিয়ে দেওয়ার। একসময় ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে বসা শ্রীলঙ্কা শেষমেশ তাদের প্রথম ইনিংসে ২৮০ রানে পৌঁছে যায়। সৌজন্যে ধনঞ্জয়া ডি'সিলভা (১০২) ও কামিন্দু মেন্ডিসের (১০২) জোড়া শতরান।
সুতরাং, শ্রীলঙ্কাকে ২০০ টপকাতে দেওয়াই ছিল বাংলাদেশের প্রথম ব্যর্থতা। সেই সুযোগ কাজে লাগাতে না পারার মাশুল দিতে হয় নাজমুল হোসেন শান্তদের। কেননা পালটা ব্যাট করতে নেমে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ে। তারা প্রথম দিনেই ৩২ রান তুলতে ৩ উইকেট হারিয়ে বসে। দ্বিতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৮৮ রানে। অর্থাৎ, প্রথম ইনিংসে বাংলাদেশ ২০০ রানের গণ্ডি টপকাতে ব্যর্থ হয়।
তাইজুল ইসলাম ছাড়া বাংলাদেশের আর কোনও ব্যাটসম্যানকে জমাট দেখায়নি। তাইজুল নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া হাতছাড়া করেন। তিনি দলের হয়ে সব থেকে বেশি ৪৭ রান করেন। ৮০ বলের লড়াকু ইনিংসে তিনি ৬টি চার মারেন।
সাত নম্বরে ব্যাট করতে নেমে লিটন দাস করেন ৪৩ বলে ২৫ রান। তিনি ৪টি চার মারেন। ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৮ বলে ২২ রান করেন খালেদ আহমেদ। এছাড়া মাহমুদুল হাসান জয় ১২, জাকির হাসান ৯, নাজমুল হোসেন শান্ত ৫, মোমিনুল হক ৫, শাহাদত হোসেন ১৮, মেহেদি হাসান মিরাজ ১১ ও শরিফুল ইসলাম ১৫ রান করেন প্রথম ইনিংসে।
শ্রীলঙ্কার হয়ে প্রথম ইনিংসে ৪৮ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন বিশ্ব ফার্নান্ডো। কাসুন রজিথা ৫৬ রানে ৩টি উইকেট নেন। ৩১ রানে ৩টি উইকেট নেন লাহিরু কুমারা।
প্রথম ইনিংসের নিরিখে ৯২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তারা দ্বিতীয় দিনের খেলা শেষ করে ৫ উইকেটে ১১৯ রান তুলে। সুতরাং, এখনই বাংলাদেশের থেকে ২১১ রানে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। ৫ উইকেট হাতে নিয়ে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে আরও কিছু রান তুলতে পারলে শেষ ইনিংসে রান তাড়া করা মুশকিল হয়ে দাঁড়াবে বাংলাদেশের পক্ষে।
দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার হয়ে অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন দিমুথ করুণারত্নে। তিনি ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০১ বলে ৫২ রান করে মাঠ ছাড়েন। নিশান মদুষ্কা ১০, কুশল মেন্ডিস ৩, অ্যাঞ্জেলো ম্যাথিউজ ২২ ও দীনেশ চণ্ডীমল ০ রানে আউট হন। ধনঞ্জয়া ডি'সিলভা ২৩ ও বিশ্ব ফার্নান্ডো ২ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের নাহিদ রানা ২টি এবং শরিফুল, তাইজুল ও মেহেদি হাসান মিরাজ ১টি করে উইকেট নেন।