টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চোট–শঙ্কায় থাকা তাসকিন আহমেদ আছেন দলে, তিনিই বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ–অধিনায়ক। অধিনায়ক যথারীতি নাজমুল হোসেন। দলে তেমন কোনও চমক নেই। দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি এই দল ঘোষণা করেছে।
আগেই দল ঘোষণা করেছিল বাংলাদেশ!
বিশ্বকাপে প্রাথমিক দল পাঠানোর শেষ তারিখ ছিল ১ মে। সেটা আগেই পাঠিয়ে দিলেও আনুষ্ঠানিকভাবে সে দল কোথাও প্রকাশ করেনি বিসিবি। গতকাল বিসিবির পক্ষ থেকে জানানো হয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিন ম্যাচের একটি সিরিজ খেলবে বাংলাদেশ। আভাস মিলেছিল, সে সিরিজের জন্য ঘোষিত দল ও বিকল্প খেলোয়াড়দের মাঝ থেকেই বিশ্বকাপের দল ঘোষণা করা হল।
আরও পড়ুন… হার্দিকের অভাব নাকি অন্য কিছু, কী জন্য IPL 2024-এ ব্যর্থ হল GT? কারণ জানালেন মহম্মদ শামি
সুযোগ পেলেন লিটন দাস
জিম্বাবোয়ের সিরিজের দল ও সিরিজ উপলক্ষ্যে ডাকা প্রস্ততি ক্যাম্পে থাকা ক্রিকেটারদেরই বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার কথা ছিল। এর বাইরে হঠাৎ করে আলোচনায় আসে মেহেদি হাসান মিরাজের নাম। তবে বিশ্বকাপের দল বা রিজার্ভেও জায়গা হয়নি মিরাজের। ফর্ম নিয়ে আলোচনা হলেও অনুমিতভাবেই লিটন আছেন বিশ্বকাপ দলে। ওপেনার হিসেবে তাঁর হবেন সঙ্গী তামিম অথবা সৌম্য।
তাসকিন সহঅধিনায়ক
চোটে পড়া তাসকিন আহমেদকে সহঅধিনায়ক বানিয়ে একটু হলেও চমকে দিয়েছেন নির্বাচকরা। জিম্বাবোয়ে সিরিজে ডাক পেয়েও খেলতে পারেননি আফিফ। তাঁর সঙ্গে হাসান মাহমুদকে বিকল্প হিসেবে নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে। তবে জিম্বাবোয়ে সিরিজে ৮ উইকেট পেলেও খরুচে বল করা সাইফউদ্দিন এবারও বিশ্বকাপ দলে ডাক পাননি।
আরও পড়ুন… কালো হৃদয়ের ইমোজি কেন? সঞ্জীব গোয়েঙ্কা ও কেএল রাহুলের ইস্যুতে আফগান তারকার রহস্যময় বার্তা
১৫ সদস্যের দলে নেই পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। রিজার্ভ হিসেবে দলে নেওয়া হয়েছে পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেন। প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপের দলে আছেন তানভীর ইসলাম, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তানজিদ হাসান। ২০২১ সালের পর আবার টি–টোয়েন্টি বিশ্বকাপের দলে ফিরেছেন মাহমুদউল্লাহ।
আরও পড়ুন… BAN vs ZIM 4th T20I: দুরন্ত শাকিবের স্পিনে থমকে গেল জিম্বাবোয়ে, মাত্র পাঁচ রানে জিতল বাংলাদেশ
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিন ম্যাচের একটি প্রস্তুতিমূলক টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। বিশ্বকাপের দলে রিজার্ভে থাকা দুজনই থাকবেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরিজের দলে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো ২১, ২৩ ও ২৫ মে।
টি–টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল
নাজমুল হোসেন (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ–অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান, শাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, তানভীর ইসলাম, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান।
রিজার্ভ: হাসান মাহমুদ, আফিফ হোসেন।