বৃহস্পতিবার শুরু হচ্ছে মেয়েদের টি-২০ বিশ্বকাপ। তার আগে জোড়া প্রস্তুতি ম্যাচে ল্যাজেগোবরে হল পাকিস্তান। প্রথম প্রস্তুতি ম্যাচে প্রথমবার বিশ্বকাপে অংশ নিতে চলা স্কটল্যান্ডের কাছে হার মানে পাকিস্তান। এবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হারিয়ে দেয় পাকিস্তানকে। উল্লেখ্য, বাংলাদেশ আবার তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে হেরেছিল শ্রীলঙ্কার কাছে। সেই হারের ধাক্কা সামলে পাকিস্তানের বিরুদ্ধে ঘুরে দাঁড়ায় তারা।
অন্যদিকে বিশ্বকাপের আগে জোড়া প্রস্তুতি ম্যাচে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে বাংলাদেশকে দাপটের সঙ্গে হারায় তারা। তবে স্কটল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বোলিং পারফর্ম্যান্স দুর্দান্ত হলেও ব্যাটিং ইতিবাচক হয়নি মোটেও। কেননা মাত্র ৫৮ রান তাড়া করে জিততেও ১৬তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় শ্রীলঙ্কাকে। তার উপর খোয়াতে হয় ৫টি উইকেট।
বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ
দুবাইয়ে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৪০ রান সংগ্রহ করে। দলের হয়ে সব থেকে বেশি ২৮ রান করে নট-আউট থাকেন স্বর্ণা আক্তার। ১৭ বলের ইনিংসে তিনি ৩টি চার মারেন। ১৬ বলে ২৩ রান করেন সাথী রানি। তিনি ৫টি চার মারেন।
এছাড়া দিলারা আক্তার ১০, শোভনা মস্তারি ১৫, নিগার সুলতানা ১৮, তাজ নেহার ১৭ ও ঋতু মনি ১৪ রান করেন। পাকিস্তানের হয়ে ১৯ রানে ২টি উইকেট নেন সাদিয়া ইকবাল। ১টি করে উইকেট দখল করেন ডায়না বেগ, নিদা দার, তুবা হাসান ও ওমাইমা সোহেল।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৮.৪ ওভারে ১১৭ রানে অল-আউট হয়ে যায়। ২৩ রানের ব্যবধানে ম্যাচ জেতে বাংলাদেশ। ওমাইমা সোহেল ৩৩, গুল ফিরোজা ১৭, ফতিমা সানা ১৭, নিদা দার ১৪, মুনিবা আলি ১১, সিদরা আমিন ১০ ও আলিয়া রিয়াজ ১০ রান করেন। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন মারুফা আক্তার, ফহিমা খাতুন, রাবেয়া খান ও স্বর্ণা আক্তার।
শ্রীলঙ্কা বনাম স্কটল্যান্ড ম্যাচ
দুবাইয়ে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে স্কটল্যান্ড। তারা ১৯ ওভারে মাত্র ৫৮ রান তুলে অল-আউট হয়ে যায়। সারা ব্রাইস ২৪ ও রাচেল স্ল্যাটার ১০ রান করেন। শ্রীলঙ্কার সচিনি নিশংসলা ও উদেশিকা প্রবধনী ২টি করে উইকেট সংগ্রহ করেন।
পালটা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১৫.৩ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৫৯ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ২৭ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জেতে তারা। কবিশা দিলহারি ২৭ রান করেন। চামারি আতাপাত্তু ১ রানে আউট হন। স্কটল্যান্ডের হয়ে ১টি করে উইকেট নেন রাচেল, ক্যাথরিন, অলিভিয়া ও ফ্রেজার।