অধিনায়ক পদে আপাতত বহাল থাকলেন নাজমুল হোসেন শান্ত। চলতি বছরের ফেবরুয়ারি মাসেই নাজমুল হোসেন শান্তকে অধিনায়কের পদে আনেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। এমনিতেই শেষ কয়েকবছরে শাকিব আল হাসানসহ বাকি স্টপ গ্যাপ অধিনায়করা তেমন কিছু করে দেখাতে পারেননি। ওডিআই বিশ্বকাপের গতবছর ফ্লপ ছিল বাংলাদেশ দল। তাই শান্তর হাতেই গুরুদায়িত্ব তুলে দিয়েছিলেন বিসিবি কর্তারা, কিন্তু নিজে থেকেই সেই পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন তিনি।
নাজমুলেই আস্থা রাখল বাংলাদেশ বোর্ড
এক সপ্তাহ আগেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত। তবে অনিচ্ছা সত্ত্বেও আপাতত তাঁকে অধিনায়ক থেকে যেতে হচ্ছে দলের। যা নিয়ে অসন্তুষ্ট হলেও মুখে কিছুই বলতে পারছেন না শান্ত। আপাতত আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের জন্য তাঁকে অধিনায়ক পদে বহাল রাখার সিদ্ধান্ত নিল বাংলাদেশ বোর্ড।
আরও পড়ুন-কিং নন, ‘কিং মেকার’ রোহিত! তাঁর এই স্বার্থত্যাগে অটুট মুম্বই ইন্ডিয়ান্সের দূর্গ…
নাজমুলের সাফল্য রয়েছে-
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে যে দল ঘোষণা করা হল সেখানে দেখা যাচ্ছে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করা হয়েছে। অর্থাৎ তাঁকে বুঝিয়ে সুজিয়ে রাজি করা হয়েছে। কারণ বিসিবি কর্তারা চাইছিলেন আগামী চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত তাঁকেই অধিনায়ক রাখতে। কারণ এমনিতে তিনি শুধু ঠান্ডা মাথার অধিনায়কই নয়। বাংলাদেশকে টি২০ বিশ্বকাপের নকআউটে নিয়ে যাওয়ার পাশাপাশি পাকিস্তানে গিয়েও ঐতিহাসিক সিরিজ জিতেছিল বাংলাদেশ, তারই আমলে মাত্র কয়েকমাস আগে।
আরও পড়ুন-‘সিরাজকে দিয়ে চলবে না, ডুপ্লেসিস বুড়ো’… রিটেনশন নিয়ে এবার মুখ খুললেন RCB কোচ…
নাজমুল হোসেনের দলে সুযোগ রানাকে-
আগামী সপ্তাহেই শারজাহতে আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবে বাংলাদেশ। সেই দলে সুযোগ পেয়েছেন নাহিদ রানা। এছাড়াও দলে রয়েছেন সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, মুশফিকুর রহিম, মাহমুদ্দুলাহ, তোহিদ হৃদয়, জাকের আলি, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আমহেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
আরও পড়ুন-খারাপ ভাগ্য না দায়সারা ক্রিকেট! বিরাটের রান আউট নিয়ে উঠল প্রশ্ন! আবার বিপদে ভারত…ভিডিয়ো
দল থেকে বাদ শাকিব-
প্রসঙ্গত দেশের মাটিতে শেষ টেস্টে খেলার কথা ছিল শাকিব আল হাসানের। সেটাই ছিল তাঁর অবসর ম্যাচ, কিন্তু সেই ম্যাচে তিনি খেলতে বাংলাদেশে যাননি। আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে তিনি রাজি বলেই জানিয়েছিলেন শাকিব। আরও বলেছিলেন তিনি আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির পরই অবসর নেবেন ওডিআই ফরম্যাট থেকে। যদিও তাঁর আগেই তাঁকে দল থেকে ছেঁটে বার্তা দিতে চাইল বাংলাদেশ বোর্ড। প্রসঙ্গত ৬ নভেম্বর প্রথম ওডিআইয়ের পর ৯ এবং ১১ নভেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় এবং তৃতীয় ওডিআই ম্যাচে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।