যুব এশিয়া কাপ জয়ের জন্য তখন চাই এক উইকেট। আর সেইসময় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি থেকে বাংলাদেশি সমর্থকরা 'আল্লাহু আকবর' স্লোগান তুললেন বলে দাবি করা হল। আর মাঠের মধ্যে থেকে হাত নাড়িয়ে তাঁদের আরও উত্তেজিত করলেন মহম্মদ আজিজুল হাকিম তামিম। যে ভিডিয়ো (পৃথকভাবে সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিয়োয়ে আপ্লুত হয়ে গিয়েছেন বাংলাদেশি নেটিজেনদের একাংশ। যদিও যেভাবে অনূর্ধ্ব-১৯ বাংলাদেশি অধিনায়ক আচরণ করেছেন, তা নিয়ে নেটিজেনদের একাংশও অসন্তোষ প্রকাশ করেছেন।
আরও পড়ুন: Pink Ball Test: মাঠের মধ্যে লড়াইয়ের খেসারত দিলেন সিরাজ-হেড! দুই ক্রিকেটারকে ২ রকম শাস্তি দিল ICC
যুব এশিয়া কাপ ফাইনালে সেই ঘটনা ঘটেছে
আর যে ঘটনা নিয়ে হইচই শুরু হয়েছে, সেটা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ঘটেছে বলে দাবি করা হয়েছে। ফাইনালে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৯৮ রানে অল-আউট হয়ে যায়। সেই রান তাড়া করতে নেমে ১২৪ রানে নবম উইকেট হারিয়ে ফেলে ভারত। কিছুটা হাত চালানোর চেষ্টা করেন চেতন শর্মা এবং যুধাজিৎ গুহ। কিন্তু টিম ইন্ডিয়া যে ম্যাচটা হেরে গিয়েছে, তা নিশ্চিত ছিল।
তারইমধ্যে ৩৫ তম ওভারের সময় গ্যালারি থেকে 'আল্লাহু আকবর' স্লোগান উঠতে থাকে বলে দাবি করা হয়। দাবি করা হয় যে দ্বিতীয় বলের পরে এবং তৃতীয় বলের আগে গ্যালারির দিকে হাত দেখিয়ে আরও জোরে স্লোগান দিতে বলেন বাংলাদেশের অধিনায়ক। তাতে সমর্থকদের স্বর আরও বৃদ্ধি পায়। সেইসময় ধারাভাষ্যকারকে বলতে শোনা যায়, ‘ওহ! ও দর্শকদের আরও চাগিয়ে দেওয়ার চেষ্টা করছে? ওহ! দারুণ।’
আরও পড়ুন: Rohit and Shami: হাঁটু ফুলে গিয়েছে? চোট নিয়ে রোহিত ও শামির ঝামেলা! উত্তপ্ত কথা ২ জনের- রিপোর্ট
ওই ভিডিয়োয় মুগ্ধ হয়েছেন অনেকে
সেই ভিডিয়ো (পৃথকভাবে সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বাংলাদেশের দল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি সেই ভিডিয়ো শেয়ার করেছেন। তাতে এক বাংলাদেশি নেটিজেন বলেছেন, ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, বিশ্বের সব মুসলমান সব জায়গা থেকে এরকম হৃদয়ের নিংড়ানো ভালোবাসা দিয়ে একসঙ্গে আওয়াজ তোলা উচিত! যাতে করে মুসলমানরা ঐক্য হওয়ার পথ খুঁজে পায়।’
'বাংলাদেশ দলে তো দেবাশিস সরকারও আছে'
যদিও কেউ-কেউ সেই ভিডিয়ো দেখে খুব একটা সন্তোষ প্রকাশ করেননি। তেমনই এক নেটিজেন বলেন, ‘আপনাদের দলে তো দেবাশিস সরকার নামে একজন খেলোয়াড়ও আছেন। তাই ধর্মীয় স্লোগানের পরিবর্তে নিজেদের দেশের স্লোগান ব্যবহার করা উচিত।’ অপর এক নেটিজেন বলেন, ‘বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ খেলোয়াড়দের আচরণ একেবারেই ভালো নয়। অত্যন্ত বাজে আচরণ।’ একজন আবার বলেন, ‘সবথেকে জঘন্য ব্যাপার হল যে ধারাভাষ্যকার আবার বলছেন যে খুব ভালো করেছো। আর বাংলাদেশি খেলোয়াড়রা অহেতুক খেলার মধ্যে ধর্ম টেনে আনছেন।’