একই প্রান্তে হার্দিক পান্ডিয়া এবং রিয়ান পরাগ। তারপরও রান-আউট করতে পারল না বাংলাদেশ। আর শনিবার হায়দরাবাদে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের ফিল্ডারদের সেই কীর্তি দেখে নিজেদের হাসি সামলাতে পারলেন না নেটিজেনরা। তাঁদের বক্তব্য, পুরো ভারত সফরে বাংলাদেশের হাল ঠিক কীরকম হয়েছে, সেটা ওই একটা কীর্তি দিয়েই বোঝানো যায়। চেন্নাইয়ে প্রথম টেস্টের প্রথম দিনের কিছুটা সময় বাদ দিলে সেই ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সময়টা এরকমই কাটছে। প্রথম টেস্ট হেরেছে। বৃষ্টির জন্য প্রায় তিনদিন খেলা না হওয়ার পরেও দ্বিতীয় টেস্টে হেরে গিয়েছে। আর টি-টোয়েন্টিতে তো প্রতি ম্যাচে লজ্জার মাত্রা বেড়েছে।
হাস্যকর কীর্তি বাংলাদেশের
আর সেই লজ্জার মূর্ত প্রতীক হয়ে উঠেছে ওই রান-আউট ফস্কে দেওয়ার কীর্তিটা। শনিবার হায়দরাবাদে ভারতীয় ইনিংসের ১৭.৩ ওভারে সেই ঘটনা ঘটে। স্ট্রাইকে ছিলেন হার্দিক। ভালো ইয়র্কার করেন মুস্তাফিজুর রহমান। হার্দিকের পায়ের আঙুলে বলটা লাগে। সেই পরিস্থিতিতে রান নেওয়ার কোনও বাসনাই ছিল না হার্দিকের। এমনকী প্রথমে মুখটা উঁচু করেও তাকাননি। কিন্তু মাথা তুলেই দেখেন যে তাঁর পাশে এসে গিয়েছেন রিয়ান।
আরও পড়ুন: Highest T20I Total: ২৯৭ রান তুলে T20I-তে ইতিহাস ভারতের, অক্ষত নেপালের রেকর্ড! গড়ল একের পর এক নজির
ততক্ষণে বলটা তুলে বোলারের দিকে ছুড়ে দেন বাংলাদেশের উইকেটকিপার লিটন দাস। সেটা দেখতে পেয়ে নন-স্ট্রাইকার এন্ডের দিকে দৌড়াতে থাকেন হার্দিক এবং রিয়ান। কিন্তু তাঁরা বুঝতে পারেন যে নিশ্চিতভাবে আউট হবেন। সেটা ভেবে দাঁড়িয়ে যান দু'জনেই।
বাংলাদেশের ‘কমেডি অফ এররস’
তবে লিটন যে বলটা ছোড়েন, তা মুস্তাফিজুরের অনেকটা পিছনে ছিল। তা দেখে হাল ছেড়ে দেন মুস্তাফিজুর। সেটা দেখে হার্দিক ফের নন-স্ট্রাইকার এন্ডের দিকে দৌড়াতে থাকেন। ততক্ষণ মিড-অফ থেকে নাজমুল হোসেন শান্ত ছুটে এসে বলটা ছোড়ার চেষ্টা করেন। তখন অবশ্য অনেক দেরি হয়ে গিয়েছে। ক্রিজে পৌঁছে যান হার্দিক। এক রান সম্পূর্ণ করে ফেলেন।
লজ্জাজনক হার বাংলাদেশের
আর বাংলাদেশের সেই দুর্দশা তারপর আরও বাড়তে থাকে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ২৯৭ রান তোলে ভারত। যা টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান। আর সেই রানটা তোলার পরে স্বভাবতই বাংলাদেশের পক্ষে ম্যাচটা জেতা সম্ভব ছিল না। হারের ব্যবধান কতটা কমাতে পারে, সেটার জন্য ব্যাট করতে নেমেছিল। শেষপর্যন্ত ২০ ওভারে সাত উইকেটে ১৬৪ রান তোলে। হেরে যায় ১৩৩ রানে।
আরও পড়ুন: IND vs BAN: গম্ভীরের একটা মন্ত্রেই বদলে গিয়েছে দল, সঞ্জুর খেলাতেই সেটা স্পষ্ট- সূর্যকুমার যাদব