অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ। পরিস্থিতি এতটাই জটিল যে সেদেশের প্রধানমন্ত্রীকে চলে আসতে হয়েছে ভারতে, আশ্রয় নিতে হয়েছে দিল্লিতে। প্রতিদিনই নিত্য নতুন অশান্তির কথা মাথায় আসছে, আক্রান্ত হচ্ছেন সেদেশের সংখ্যালঘুরা। পুড়ছে বাড়ি, ভাঙছে গাড়ি, প্রাণ যাচ্ছে অঝোড়ে। ছাত্র আন্দোলনের নামে শুরু হওয়া প্রতিবাদ এখন আকার নিয়েছে খুনোখুনির। এই পরিস্থিতি কি আদৌ নিয়ন্ত্রণে আসবে পুরোপুরি কয়েক সপ্তাহের মধ্যে? এর উত্তর নেই এই মূহূর্তে কারোর কাছেই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস, কিন্তু শান্তির জন্য নোবেল পাওয়া ইউনুস কত তাড়াতাড়ি নিজের দেশে শান্তি ফেরাতে পারেন, সেই নিয়ে বড়সড় প্রশ্ন থেকেই যাচ্ছে। এরই মধ্যে আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল।
আরও পড়ুন-‘অস্ত্রোপচার করাতে বলেছিল চিকিৎসক! কিন্তু সময় ছিল না’…দেশকে রুপো জিতিয়ে বললেন নীরজ…
২৭ সেপ্টেম্বর থেকে ওয়ার্ম আপ গেম শুরু হবে মহিলা টি২০ বিশ্বকাপের, এরপর শুরু হবে মূলপর্ব। কিন্তু এমন অশান্তির আবহে আদৌ সেই বিশ্বকাপ আয়োজন করা সম্ভব কিনা, সেটাই সেনার কাছে জানতে চাইল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরিস্থিতি যা, তাতে নতুন সরকার না আসা পর্যন্ত সেনাও গ্রিন সিগন্যাল দিতে পারবে কিনা, সেই নিয়েও প্রশ্ন রয়েছে। বাংলাদেশের সেনার চিফ অফ স্টাফ জেনারেল ওয়াকার উজ জমানের কাছে এই নিয়ে জানতে চেয়েছে বিসিবি।
আরও পড়ুন-কলকাতা লিগে ইস্টার্ন রেলকে বেলাইন করল ইস্টবেঙ্গল! জিতল ৩-০ গোলে…
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হোসেনকেও দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল, কারণ তিনিও শেখ হাসিনার দলের অনুগামি এবং সমর্থক ছিলেন বলে অভিযোগ করা হয়। গোটা পরিস্থিতির দিকেই নজর রেখেছে আইসিসি। বাংলাদেশে আয়োজন করা না গেলে, সেক্ষেত্রে ভারত, আরব এবং নিউজিল্যান্ডে আয়োজিত হতে পারে মহিলাদের টি২০ বিশ্বকাপ।
বিসিবির আম্পায়ার কমিটির চেয়ারম্যান ইফতিখার আহমেদ মিঠু জানান, ‘আমরা চাইছি মহিলাদের টি২০ বিশ্বকাপ এদেশেই আয়োজন করতে। সত্যি কথা বলতে কি, বোর্ডের খুব বেশি কেউই এই মূহূর্তে দেশে নেই। আমরা সেনা প্রধানের কাছে বিশ্বকাপের সময় দলগুলোর নিরাপত্তার বিষয় নিয়ে চিঠি দিয়েছি। আইসিসি দুদিন আগে আমাদের কাছে জানতে চেয়েছিল। কিন্তু নিরাপত্তা বিষয়ক চিঠি তো আমরা কেউ দিতে পারিনা, তাই এই বিষয় সেনার অনুমতি এবং পরামর্শ আমরা চেয়েছি। সেনার তরফে নিরাপত্তা নিয়ে নিশ্চয়তা পেলেই আমরা আইসিসিকে তা জানিয়ে দেব ’।
আরও পড়ুন-অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক শ্রীজেশ! শুনে পিটি উষাকে কী বললেন নীরজ?
অক্টোবরের তিন তারিখ থেকে শুরু হওয়ার কথা মহিলাদের টি২০ বিশ্বকাপ। ১০ তারিখ পর্যন্ত বিশ্বকাপের ভেনু চূড়ান্ত করা নিয়ে অপেক্ষা করবে আইসিসির, এরপর ফের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে তাঁরা জানতে চাইবে তাঁদের পরিকল্পনা সম্পর্কে।