আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মাহমুদ্দুলাহ রিয়াদ। দীর্ঘদিন ধরেই তিনি বাংলাদেশ দলকে সার্ভিস দিয়ে আসছিলেন। আগেই জানিয়ে ছিলেন একে একে তিনি ক্রিকেটের সব ফরম্যাট থেকেই বিদায় নেবেন। বয়সও হচ্ছিল, এবার শেষ পর্যন্ত সব ফরম্যাটের ক্রিকেট থেকেই বিদায়ের সিদ্ধান্ত নিয়ে ফেললেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
৩৯ বছর বয়সী মাহমুদ্দুলাহ আগেই জানিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির পরই একদিনের ফরম্যাট থেকে অবসর নেবেন তিনি। এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পারফরমেন্স একদমই ভালো ছিল না। একটি ম্যাচেও জিততে পারেনি তাঁরা। ভারত এবং নিউজিল্যান্ডের কাছে হারের পর প্রতিযোগিতা থেকে মাত্র ৫দিনের মাথায়ই ছিটকে গেছিল তাঁর।
আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বাংলাদেশ তারকার
আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন মাহমুদ্দুলাহ। ২০২১ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এরপর গত বছর টি২০ বিশ্বকাপের পর ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ থেকেও বিদায় নেন বাংলাদেশের এই ক্রিকেটার। এবার ওডিআইকেও বিদায় জানালেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর
নিজের ফেসবুক পেজে মাহমুদ্দুলাহ লেখেন, ‘আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার আমার স্ত্রী, সন্তানদের ধন্যবাদ জানাব, ওরা আমায় সব পরিস্থিতিতে সমর্থন করে গেছে ওঠা-নামার সময়ও। আমি বাংলাদেশের সতীর্থ, কোচ, সমর্থকদের ধন্যবাদ জানাতে চাইব নিজের কেরিয়ারের বিদায়লগ্নে ’।
বিদায়লগ্নে আবেগপ্রবণ মাহমুদ্দুলাহ
এরপর তিনি আরও লেখেন, ‘আমি ধন্যবাদ জানাতে চাইব আমার বাবা-মা, আমার শ্বশুরমশাই এবং আমার ভাই এমদাদ উল্লাহকে। আমার ভাই ছোট থেকেই আমার খেলাকে সমর্থন করে গেছে, ওই আমার মেন্টর, কোচের মতো ছিল। সব কিছুর সমাপ্তি তো নিজের ইচ্ছা মতো ভালোভাবে হয় না, তবে সেটাকে নিয়েই এগিয়ে চলতে হয়। বাংলাদেশ ক্রিকেটকে অনেক শুভেচ্ছা জানাই আগামী দিনের জন্য ’।