দেশে অস্থির অবস্থা। তার মধ্যেই বাংলাদেশ দলের খেলোয়াড়রা খেলে যাচ্ছেন সব প্রতিযোগিতায়। সেটা মেয়েদের হকি হোক কি ছেলেদের ক্রিকেট। এই যেমন ছেলেদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারতীয় দলকে হারিয়ে ফাইনালেও জিতেছে বাংলাদেশ দল। আর তারপরই উচ্ছাসে মাতলেন বাংলাদেশের ক্রিকেটার, কোচিং স্টাফসহ সকলে।
ইকবাল হোসেন ইমন এবং আজিজুল হাকিমের বোলিং লাইন আপ ভারতীয় দলের ব্যাটারদের ত্রাস তৈরি করেন। তাঁরা দুজনে নেন তিনটি করে উইকেট, আর তাতেই ভারতীয় দল খাদের কিনারায় চলে যায়। বাংলাদেশ দল যে এমন অনবদ্য পারফরমেন্স দেখাবে ভারতীয় যুব দলের বিরুদ্ধে সেটা আশা করা যায়নি, কারণ টিম ইন্ডিয়াই ফেভারিট হিসেবে শুরু করেছিল। ম্যাচ শেষে তাই ব্যাপক আনন্দ করলেন বাংলাদেশ ক্রিকেটাররা।
আরও পড়ুন -BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের…
টস জিতে ভারতীয় দলের অধিনায়ক মহম্মদ আমন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। শুরু থেকেই ভারতের যুদ্ধজিৎ গুহ ধাক্কা দেওয়া শুরু করেন বাংলাদেশের ব্যাটিং লাইন আপে। ভারতের যুদ্ধজিৎ গুহ, চেতন শর্মা এবং হার্দিক রাজ দুটি করে উইকেট নেন। বাংলাদেশের ব্যাটিং লাইন বেশি রান করতে পারেনি, তাঁরা শেষ হয়ে যায় ১৯৮ রানের মধ্যেই। মহম্মদ সিহাব জেমস ৪০ এবং রিয়াজ হোসেন ৪৭ রান করেন।
আরও পড়ুন-Video -উল্টো হাতে স্কট বোল্যান্ডকে ছয়! নীতীশের রিভার্সে সুইপে তাক লাগল অ্যাডিলেডে…
জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় দল অপ্রত্যাশিতভাবেই শেষ হয়ে যায় মাত্র ১৩৯ রানে। ৩৫.২ ওভার ব্যাটিং করেই টিম ইন্ডিয়ার অনূর্ধ্ব ১৯ দল হার স্বীকার করে নেয় বাংলাদেশের ছোটদের বিরুদ্ধে। অধিনায়ক মহম্মদ আমন ভারতের হয়ে সর্বোচ্চ ২৬ রান করলেন, বাকিরা প্রায় সকলেই ব্যর্থ। বৈভব সূর্যবংশী ওপেনিং করতে নেমে করলেন মাত্র ৭ রান। ৫৯ রানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ দল।
আরও পড়ুন- অ্যাডিলেডে রেকর্ড! ভারতের অসি যুদ্ধ দেখতে মাঠে হাজির ৫০ হাজারের বেশি সমর্থক...
ম্যাচের শেষে ড্রেসিং রুমে ফিরে ব্যাপক আনন্দে মাতলেন বাংলাদেশ দলের উঠতি যুব ক্রিকেটাররা। ম্যাচের সেরা এবং প্রতিযোগিতার সেরা নির্বাচিত হন ইকবাল হোসেন ইমন। তিনি গোটা প্রতিযোগিতায় ১৩ উইকেট নিয়েছেন। এই বয়স ভিত্তিক প্রতিযোগিতায় এই নিয়ে টানা দুবার তাঁরা এশিয়া কাপ জিতল। ডিজে ব্র্যাভোর চ্যাম্পিয়ন গানের সঙ্গে তাল মিলিয়ে ব্যাপক আনন্দ করলেন ক্রিকেটাররা।