কয়েকদিন আগেই বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ক্রিকেটার তথা প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসানের বিরুদ্ধে উঠেছে খুনে জড়িত থাকার অভিযোগ। এমন অভিযোগের পর তোলপাড় হয়ে গেছে গোটা ক্রিকেটবিশ্ব। শাকিব শুধুমাত্র বাংলাদেশ দলের ক্রিকেটারই নন, তিনি বাংলাদেশের আগের শাসক দল আওয়ামি লিগের সাংসদও ছিলেন। গত জানুয়ারি মাসেই ভোটে জিতে এসেছিলেন এই পদে।
তবে গত এক মাস ধরে চালা অশান্তির জেরে সরকার পড়ে যায়, দেশ ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একে একে তাঁর দলের নেতারাও বাধ্য হয়ে দেশ ছেড়ে অন্যত্র চলে যান। এরই মধ্যে অন্তবর্তী সরকার গঠন হওয়ার পরই উঠে এসেছে বড় অভিযোগ। আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অভিযোগের পাশাপাশি খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাকিবের বিরুদ্ধেও মামলা রুজু হয়। এক পোষাক কারখানার কর্মির খুনের জন্য শাকিবের নামে অভিযোগ জানানো হয় ঢাকার আদাবোর পুলিশ স্টেশনে।
আরও পড়ুন-‘কেউ দেখতে পাচ্ছে না,তবে পরিবর্তন হচ্ছে…’বললেন পিসিবি চেয়ারম্যান,পাল্টা খোঁচা আফ্রিদির!
প্রয়াত রুবেল হকের বাবা রফিকুল ইসলাম নিজের ছেলের খুনের ঘটনায় শাকিবের বিরুদ্ধে অভিযোগ করেন। যদিও যেই সময় তাঁর ছেলেকে গুলি করা হয়েছিল সেই সময় শাকিব দেশে ছিলেন না। বিদেশে খেলায় ব্যস্ত ছিলেন। এরই মধ্যে এবার প্রাক্তন অধিনায়কের পাশে দাঁড়ালেন দলের অধিনায়ক ও ক্রিকেটাররা। নাজমুল হোসেন শান্ত থেকে মুশফিকুর রহিম, পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে জয়ের পর শাকিবের পাশে দাঁড়ালেন সকলে।
বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সোশাস মিডিয়ায় লেখেন, ‘সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনিই। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি সকল আঁধার কেটে, নতুন আলো আসবে! ’।
পাকিস্তানের বিরুদ্ধে ১৯১ রান করা বর্ষিয়ান ক্রিকেটার মুশফিকুর রহিমও পাশে দাঁড়িয়েছেন শাকিবের। তিনিও সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘সাকিবকে বাঁ’হাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেয়ার রেকর্ড গড়ার জন্য অভিনন্দন। আমি অনেকবার বলেছি এবং আবার বলছি যে, সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সাথে খেলতে পেরে আমি গর্বিত। একজন টিমমেট এবং ভাই হিসেবে, আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না, কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সবসময় তোমার পাশে আছি, বন্ধু। ’।
আরও পড়ুন-১৯ মাস পর লাল বলের ক্রিকেটে ফিরছেন সূর্য! Border Gavaskar ট্রফির আগে নজরে SKY-এর ফর্ম…
আসলে খুনের মামলা রুজু হওয়ার পর শাকিবকে দেশে ফেরানোর জন্য বিসিবিকে আইনি চিঠি দেওয়া হয়েছে। এদিকে আইসিসির নিয়মের জেরে তাঁর জাতীয় দলে খেলাও সম্ভব নয় এই মূহূর্তে। কারণ আইসিসির নিয়মে বলা আছে, কারোর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা থাকলে তাঁকে জাতীয় দলে খেলতে দেওয়া যায় না।