পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে দুরন্ত লড়াই দিল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের ব্যাটাররাও পাক বোলারদের বিরুদ্ধে ভালোই লড়লেন। কোনও উইকেট না হারিয়েই দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ, তৃতীয় দিনের শুরুতেই অবশ্য ওপেনার জাকির হোসেন এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় বাংলাদেশ দল। যদিও খারাপ সময় দলের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন শাদমান ইসলাম,মমিনুল হকরা। নাহলে নাসিম শাহ, খুররাম শেহজাদরা ম্যাচে জাঁকিয়ে বসার সুযোগ পেত। অল্পের জন্য শতরান হাতছাড়া করেন ওপেনার শাদমান ইসলাম, নাহলে বাংলাদেশের রান আরও বাড়তে পারত। তৃতীয় দিনের শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩১৬ রান। পাকিস্তান প্রথমে ব্যাট করে তুলেছিল ৬ উইকেটে ৪৪৮ রান।
আরও পড়ুন- Durand Cup Quarter Final Live-ডুরান্ডের সেমিফাইনালে মোহনবাগান, টাইব্রেকারে ৬-৫ গোলে জয়
বাংলাদেশ ক্রিকেট দলের চারজন ব্যাটার পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে অর্ধশতরান করলেন। ৯৩ রান করে মহম্মদ আলির বলে আউট হন শাদমান ইসলাম। ৫০ রান করে খুররাম শেহজাদের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন মোমিনুল হক। শাকিব আল হাসান নামলেও তিনি বড় রান করে দলকে নির্ভরতা দিতে ব্যর্থ হন। টি২০ বিশ্বকাপের খারাপ ফর্ম অব্যাহত রাখেন টেস্ট ফরম্যাটেও।
আরও পড়ুন-Breaking News- শাকিব আল হাসানের বিরুদ্ধে খুনের অভিযোগ! ঢাকার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের…
তৃতীয় দিনের শেষে উইকেটে অপরাজিত রয়েছেন মুশফিকুর রহিম। তিনি করেছেন ৫৫ রান। তাঁর সঙ্গেই উইকেটে রয়েছেন বাংলাদেশের তারকা ব্যাটার লিটন দাস। উইকেটরক্ষক ব্যাটার লিটন করেছেন ৫২ রান। অনেকটা একদিনের ম্যাচের ঢংয়েই ৮টি চার এবং ১টি ওভারবাউন্ডারি মেরে নিজের অর্ধশতরান করেছেন লিটন। চতুর্থ দিনের শুরুতে যদি এই জুটি পাকিস্তানের বোলাররা না ফেলতে পারে, তাহলে তাঁদের চাপ আরও বাড়বে। কারণ পিচ সময়ের সঙ্গে সঙ্গেই ব্যাটিং সহায়ক হয়ে উঠছে, ফলে বাংলাদেশের ব্যাটাররাই সুবিধা পেয়ে যাবে।
আরও পড়ুন-‘হেডকে ১৫বার বিট হয়েছিল সেদিন’, ODI ফাইনাল হারের জন্য কপালকেই দুষছেন দ্রাবিড়
এই জুটির পর বাংলাদেশের ব্যাটারদের মধ্যে রয়েছেন মেহেদি হাসান মিরাজ, আর তেমন ব্যাটার বাংলাদেশ দলে নেই। পাকিস্তানের শাহিন আফ্রিদি এখনও পর্যন্ত একটিও উইকেট পাননি। নাসিম শাহ, স্যাম আয়ুব এবং মহম্মদ আলি একটি করে উইকেট পেয়েছেন। দুটি উইকেট নিয়েছেন খুররাম শেহজাদ।