পাকিস্তানের মাটিতে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা।তাও আবার দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ, পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে। যা একেবারেই বিরল ঘটনা শাকিবদের দেশের ক্রিকেট ইতিহাসে। ঘটনাচক্রে বিদেশের মাটিতে এইটি টাইগারদের তৃতীয় টেস্ট সিরিজ জয়। এর আগে ২০০৯ সালে প্রথমবার তারা টেস্ট সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজে।সেবার ২-০ ফলে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ছিল তারা। এরপর ২০২১ সালে জিম্বাবোয়েতে গিয়ে তারা জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ান অফ টেস্ট জিতে ফেরে। এই ঘটনার তিন বছর বাদে তারা ফের বিদেশের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল।
এবার পাকিস্তানে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ তারা ২-০ ফলে হারালো পাকিস্তান দলকে। ঘটনাচক্রে বিদেশের মাটিতে টেস্টে এটি টাইগারদের অষ্টম জয়। তারা ওয়েস্ট ইন্ডিজে , জিম্বাবোয়েতে এবং পাকিস্তানে দুটি করে টেস্ট জিতেছেন। একটি জিতেছেন শ্রীলঙ্কা এবং অপরটি জিতেছেন নিউজিল্যান্ডে।
রাওয়ালপিন্ডিতে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮৫ রান। তারা পঞ্চম দিনে মাত্র চার উইকেট হারিয়েই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। ফলে ছয় উইকেটের ব্যবধানে জয় পায় তারা। শাকিবের ব্যাট থেকেই আসে জয়সূচক রান। কভার অঞ্চল দিয়ে চার মেরে টেস্ট এবং সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।
আরও পড়ুন-সিন্ধুরা পারেননি, পারলেন শরদরা! টোকিয়োর সাফল্য প্যারিসে টপকাল প্যারালিম্পিয়ানরা…
প্রসঙ্গত ম্যাচে প্রথমে ব্যাট করেছিল পাকিস্তান। তারা ২৭৪ রানে অলআউট হয়ে যায়। জবাবে ২৬ রানে ছয় উইকেট হারিয়েও লিটন দাসের অনবদ্য শতরানে ২৬২ রান করতে সমর্থ হয় বাংলাদেশ। ফলে ১২ রানের লিড পায় পাকিস্তান দল।এমন আবহে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় পাকিস্তান।টাইগারদের দুই পেসার নাহিদ রানা এবং হাসান মাহমুদের বোলিং দাপটে ১৭২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ফলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৮৫ রান।চার উইকেট হারিয়েই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে এক ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা।