ভারতের বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচে ৮৬ রানে হেরেছে বাংলাদেশ। সিরিজও ০-২ তে হেরে গেছে তাঁরা। এখনও তৃতীয় টি২০ বাকি থাকলেও তারই মধ্যে ললাট লিখন স্পষ্ট হয়ে গেছে তাঁদের। মায়াঙ্ক যাদব, নীতীশ রেড্ডিরা যেমন পারফরমেন্স দেখাচ্ছেন তাতে টেস্টের পর টি২০তেও হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোই এখন বড় চ্যালেঞ্জ নাজমুল হোসেন শান্তর দলের।
প্রথমে ব্যাট করে ভারতীয় দল করেছিল ৯ উইকেটে ২২১ রান। ৭৪ রানের ঝকঝকে ইনিংস খেলেন নীতীশ রেড্ডি। অর্ধশতরান করেন রিঙ্কু সিংও। অভিষেকে সিরিজেই মোটের ওপর ভালোই পারফরমেন্স ছিল মায়াঙ্ক যাদব এবং নীতীশের। তৃতীয় টি২০ ম্যাচে মায়াঙ্ক বা আর্শদীপের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সের পেসার হর্ষিত রানাকে সুযোগ দেওয়া হতে পারে।
ভারতের বিপক্ষে লজ্জাজনকভাবে ম্যাচ হারের পর ব্যাটারদের ঘাড়েই দায় চাপালেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৭ বলে ১১ রান করা শান্ত বলছেন, ‘আমরা প্রথম ম্যাচে যে ভুলগুলো করেছিলাম, সেই ভুলেরই পুনরাবৃত্তি আমরা এই ম্যাচে করেছি। আমাদের আরও অনেক উন্নতি করতে হবে। আমাদের বোলিংয়ের সিদ্ধান্ত ঠিকই ছিল। প্রথম ৬-৭ ওভারে আমরা ওদের চাপে রেখেছিলাম, এরপর ওরা ভালো ব্যাটিং শুরু করে। ব্যাটার হিসেবে দায় নিতেই হবে, নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। আমাদের বোলাররা ভালো বোলিং করলেও, মিডল ওভারে উইকেট নিতে পারিনি ’।
আরও পড়ুন-‘আমি দেখতে চেয়েছিলাম, ওরা কেমন’, দলগত সংহতিতে বাংলাদেশকে হারিয়ে স্বস্তিতে সূর্য…
৬ ওভারে ১৬ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ। এই সিরিজে বেশ ভালো পারফরমেন্স তাঁর। তিনি অবশ্য দলের হারে দায় চাপালেন স্পিনারদের ওপর। তাসকিনের কথায়, ‘আজকে স্পিনারদের দিনটা ভালো যায়নি। তাও যদি ১৮০-১৯০ রান হত তাহলে চেজ করার কথা ভাবা যেত, কিন্তু এত বড় রান চেজ করে জেতা কঠিন। স্পিনারদের শিশিরের জন্য বল গ্রিপ করতে অসুবিধা হয়েছে। নাহলে শুরুতে আমরা ভালোই বোলিং করেছিলাম ’।
আরও পড়ুন-ICCতে জয় শাহ এফেক্ট! পাকিস্তান থেকে সরতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি! আইসিসির ভাবনায় ৩ দেশ…
প্রসঙ্গত নীতীশ রেড্ডি বিশেষ করে স্পিনারদেরই বেশি টার্গেট করেছিলেন। রিঙ্কু সিয়ংও মিডল ওভারে এসে স্পিনারদের বিরুদ্ধে বেশ কয়েকটি বাউন্ডারি মারেন। যদিও রিশান হোসেন তিন উইকেট নেন, তবে তাঁর ইকোনমি ছিল প্রায় ১৪। মেহেদি হাসান মিরাজ এবং মাহমুদ্দুলাহর ইকোনমি ছিল ১৫। অথচ ভারতীয় স্পিনারদের মধ্যে বরুণ চক্রবর্তী, অভিষেক শর্মা, ওয়াসিংটন সুন্দরা ভালোই স্পিন বোলিং করেছিলেন। নিয়েছেন উইকেটও। ফলে শিশিরের অজুহাত হয়ত খাটে না।