শুক্রবার কানপুরে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের সময় গ্রিন পার্ক স্টেডিয়াম চত্ত্বর সরগরম হয়ে ওঠে প্রতিবাদে। বাংলাদেশের রাজনৈতিক বিশৃঙ্খলার আঁচ পড়ে এদেশেও। তবে এরই মাঝে গ্রিন পার্ক স্টেডিয়ামে নিতান্ত অপ্রীতিকর ঘটনা ঘটে বলে অভিযোগ, যে ছবি ভারতীয় ক্রিকেটে সচরাচর দেখা যায় না।
স্টেডিয়ামের বাইরে নয়, বরং স্টেডিয়ামের ভিতরেই দুর্বৃত্তদের হাতে আক্রন্ত হন বাংলাদেশের সুপার ফ্যান টাইগার রবি, এমনটাই অভিযোগ। কিছু দর্শকদের হাতে মার খেতে হয়েছে তাঁকে, এমনটাই জানান বাংলাদেশের ওই ক্রিকেটপ্রেমী। পেটে আঘাত লাগায় যন্ত্রণাকাতর দেখায় বাংলাদেশের সংশ্লিষ্ট সমর্থককে। তাঁকে তড়িঘড়ি প্রাথমির শুশ্রুষার জন্য নিয়ে যান নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা।
হাসপাতালে যাওয়ার পথে তলপেটে আঘাত লেগেছে বলে জানান টাইগার রবি নিজেই। Sportstar-কে তিনি বলেন, ‘ওরা আমার পিঠে ও তলপেটে আঘাত করেছে। আমি ঠিকমতো শ্বাস নিতে পারছি না।’
সংবাদ সংস্থা পিটিআইয়ের তরফে বাংলাদেশের সংশ্লিষ্ট সমর্থকের আক্রান্ত হওয়ার পরের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। কোথায় চোট লেগেছে, রবি তা দেখান নিরাপত্তারক্ষীদের। ক্যাপশনে লেখা হয়, 'কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট চলাকালীন বাংলাদেশ ক্রিকেট দলের সুপার ফ্যান টাইগার রবি কয়েকজনের হাতে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। পুলিশকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান।'
আরও পড়ুন:- Record Alert: চলতি বছরে সব থেকে বেশি টেস্ট সেঞ্চুরি, রুটকে টপকালেন কামিন্দু
যদিও প্রাথমিকভাবে পুলিশের তরফে রবি কাদের হাতে কীভাবে আক্রান্ত হয়েছেন, সেই বিষয়ে নির্দিষ্ট কিছু জানানো হয়নি। বলা হয় যে, ‘স্ট্যান্ড থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন বাংলাদেশের ওই সমর্থক। তাঁকে যন্ত্রণাকাতর দেখায়। একটি চেয়ারে বসতে দেওয়া হলে পড়ে যান তিনি। আমারা জানি না কারও হাতে আক্রান্ত হয়েছেন কিনা। অ্যাম্বুলেন্স আসতে সময় লাগে। তাই স্টেডিয়ামের মেডিক্যাল সেন্টারে নিয়ে গিয়ে প্রাথমিক শুশ্রুষা করা হয়।’
যদিও বাংলাদেশের সংশ্লিষ্ট সমর্থক অতীতেও এমন ভুয়ো অভিযোগ এনেছিলেন বলে পালটা অভিযোগ উঠতে শুরু করেছে। বাংলাদেশের সাংবাদিকরাও এই বিষয়ে RevSportz-কে জানিয়েছেন যে, ওই সুপার ফ্যান প্রচারের আলো টানার চেষ্টা করেন এভাবেই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিয়োয় পুলিশের তরফে স্পষ্ট দাবি করা হয় যে, স্টেডিয়ামে মারপিটের কোনও ঘটনা ঘটেনি।
কানপুর টেস্টে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনের শেষে তারা নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১০৭ রান সংগ্রহ করে। প্রথম দিনে খেলা হয় মোটে ৩৫ ওভার। মোমিনুল হক ৮১ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। তিনি ৭টি চার মেরেছেন। ৬টি বাউন্ডারির সাহায্যে ৫৭ বলে ৩১ রান করে আউট হন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত।
এছাড়া ৩৬ বলে ২৪ রান করেন শাদমান ইসলাম। তিনি ৪টি চার মারেন। খাতা খুলতে পারেননি জাকির হাসান। ৬ রানে নট-আউট থাকেন মুশফিকুর রহিম। ভারতের হয়ে প্রথম দিনে ২টি উইকেট নেন আকাশ দীপ। ১টি উইকেট সংগ্রহ করেন রবিচন্দ্রন অশ্বিন।