Shakib Al Hasan Injury: প্রথম টেস্টে দাগ কাটতে পারেননি। সেই কারণে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল থেকে বাদ পড়তে পারেন শাকিব আল হাসান। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বাংলাদেশের স্টার অলরাউন্ডারের দ্বিতীয় টেস্ট ম্যাচে সুযোগ পাওয়া এখনও ধোঁয়াশায় রয়েছে। শাকিব আল হাসান শুধু বাংলাদেশেরই নয়। বিশ্বক্রিকেটেরও অতি পরিচিত নাম। সেই শাকিবই দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়তে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হান্নান সরকারের কথায় জল্পনা তৈরি হয়েছে।
আরও পড়ুন… ধোনির রেকর্ড স্পর্শ করার পরেই মাহির সঙ্গে পন্তের তুলনা! বিতর্কে মজার জবাব দিলেন ঋষভ
প্রথম টেস্টে ব্যর্থতা ভুলে দ্বিতীয় টেস্টে ছন্দে ফিরতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু তার আগে 'টাইগার'দের জন্য খারাপ খবর শোনা গেল। বাংলাদেশ দলের অন্যতম ভরসার মুখ শাকিব আল হাসান পরবর্তী ম্য়াচের জন্য অনিশ্চিত হয়েছেন। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। প্রথম টেস্টে আঙুলে চোট পান শাকিব। চিকিৎসকরা অনুমতি দিলেই তিনি খেলতে পারবেন বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন… MBSG v NEUFC Live Match Score Updates: মধুর প্রতিশোধ! নর্থইস্টকে ৩-২ গোলে হারাল মোহনবাগান
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির সদস্য হান্নান সরকার জানিয়েছেন শাকিবের চোট রয়েছে, তাই এখনই শাকিবকে নিয়ে তারা কোনও সিদ্ধান্ত নেননি। তিনি বলেছেন, কানপুরে দু'টো সেশন পাওয়া যাবে সেখানেই শাকিবকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট দেখবে। অনুশীলনের পরেই বোঝা যাবে শাকিব খেলতে পারবে কিনা। তাই আগে থেকে শাকিবকে নিয়ে কিছু বলতে চাইছে না মোহনবাগান টিম। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট মনে করে শাকিব আল হাসানের চোট গুরুতর হলে বিকল্প কাউকে নামাতে হবে। তবে বাংলাদেশ টিম শাকিবকে নিয়ে অনিশ্চিয়তার মধ্যে দলের ফিজিওর উপর অনেক বড় দায়িত্ব দিয়েছে। আসলে শাকিবকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তাদের দলের ফিজিও নেবেন বলে জানিয়েছে।
আরও পড়ুন… IND U19 vs AUS U19: অভিষেকের আগেই কি দ্রাবিড় পুত্রকে দল থেকে ছেড়ে দেওয়া হল? সমিতের সঙ্গে কী ঘটেছে?
প্রথম টেস্ট খুব একটা নজর কাড়তে পারেননি অভিজ্ঞ শাকিব আল হাসান। দুই ইনিংসে একটিও উইকেট পাননি তিনি। তাছাড়া দুই ইনিংসে মোট ৫৭ রান করেছেন। ব্যাট করার সময় জসপ্রীত বুমরাহর একটি বল শাকিবের হাতে লেগেছিল। তারপরেও ব্যাট করেছিলেন তিনি। কিন্তু বল করার সময় সমস্যা হয় এই অলরাউন্ডারের। প্রসঙ্গত, প্রথম টেস্টে ভারতের কাছে ২৮০ রানে হারতে হয়েছে বাংলাদেশকে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। কানপুরের গ্রীনপার্ক স্টেডিয়ামে হবে টেস্ট ম্যাচ। এই ম্যাচ জিততে পারলে টেস্ট সিরিজ চ্যাম্পিয়ন হবে টিম ইন্ডিয়া। এদিকে বাংলাদেশও কড়া চ্যালেঞ্জ জানাতে চাইবে। তবে তার আগে শাকিবের চোট বাংলাদেশকে চাপে রাখবে।