শুভব্রত মুখার্জি:- বাংলাদেশে এই মুহূর্তে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দেশের পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে গোটা দেশ। এমন আবহে এই পরিস্থিতির প্রভাব পড়েছে সর্বত্র।বাদ যায়নি ক্রিকেটও। ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের অনুশীলন ব্যহত হয়েছে।সামনেই রয়েছে পাকিস্তান সফর। আর এই সবকিছু মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় দলকে নির্ধারিত সময়ের আগেই পাঠানো হবে পাকিস্তানে। বিসিবি সূত্রের যা খবর পূর্বের সূচি অনুযায়ী পাঁচ দিন আগেই পাকিস্তানে পা রাখতে চলেছেন নাজমুল হোসেন শান্তরা। সেখানকার পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে এবং অনুশীলনের ঘাটতি পোষাতে আগেভাগেই বাংলাদেশ দলকে পাঠানো হচ্ছে পাকিস্তান সফরে।
আরও পড়ুন-ক্যাসের রায়ের জের! পদক ফেরাতে হবে মার্কিন জিমনাস্টকে! ব্রোঞ্জ পাচ্ছেন অ্যানা…
টাইগাররা দুই টেস্টের সিরিজ খেলবে পাকিস্তানে। বাংলাদেশ ক্রিকেট দলের এই সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা ছিল ১৭ অগস্ট। কিন্তু বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে বদলে গেল সেই সূচিই । নতুন যে সূচি প্রকাশ করা হয়েছে সেই অনুযায়ী ১২ অগস্ট পাকিস্তান যাবে বাংলাদেশ। যা খবর তাতে করে আগামীকাল অর্থাৎ রবিবার এই টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করবে বিসিবি। বাংলাদেশের ক্রিকেটাররা গত কয়েকদিন মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করছেন। নিজেরাই নিজেদের অনুশীলনের দেখভাল করছেন তারা। কারণ টাইগারদের জাতীয় দলের কোচিং স্টাফরা হোটেল-বন্দী হয়ে রয়েছেন।দেশের উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে কোনরকম ঝুঁকি নিতে নারাজ বিসিবি। আর সেই কারণেই মাঠে যাচ্ছেন না তাঁরা।
আরও পড়ুন-সুযোগ পেলে নিশ্চয়ই সেরাটা দেব! ভারতীয় দলে অনিয়মিত হওয়া নিয়ে মুখ খুললেন সঞ্জু স্যামসন…
বাংলাদেশের পরিস্থিতির কথা মাথায় রেখে টাইগারদেরকে আগেই পাকিস্তান আসার প্রস্তাব দিয়েছে পিসিবি। সেখানে টাইগার ক্রিকেটারদের অনুশীলনের সব ধরনের ব্যবস্থা করার পাশাপাশি সমস্ত সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে পিসিবির তরফে আশ্বস্ত করা হয়েছে। বিসিবি সেই প্রস্তাব গ্রহণ করেছে।আর সেই কারণেই তারা পাঁচ দিন আগে পাকিস্তান যাচ্ছে।
আরও পড়ুন-অতি লোভে তাঁতি নষ্ট! সোনা জয়ের সুযোগ হাতছাড়া মার্কিন হাই-জাম্পারের! ডোবালেন দেশকেও…
আগামী ২১ অগস্ট রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের সিরিজের শুরু হবে। ৩০ অগস্ট দ্বিতীয় টেস্ট হবে করাচিতে।এই মুহূর্তে বাংলাদেশ ‘এ’ দলও পাকিস্তান সফরে গিয়েছে।