ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেল বাংলাদেশের মহিলা ক্রিকেট টিম। প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোটাই মূল লক্ষ্য ছিল তাদের। মাত্র ১৮৪ রান তুলেও ৬০ রানে জয় হাসিল করে বাংলাদেশ। ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে বড় গুরুত্বপূর্ণ এই সিরিজ। শুক্রবার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে যদি জয় ছিনিয়ে নিতে পারে বাংলাদেশের মেয়েরা তবে নিউজিল্যান্ডকে টপকে সরাসরি বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেবে তারা। অন্যদিকে এদিন প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলের বিরুদ্ধে ওডিআই ম্যাচে জয় পেল বাংলাদেশ। এর আগের দু’বারের সাক্ষাতে দু’বারই জয় পেয়েছিল উইন্ডিজ। ফলে এদিনের ম্যাচ জিতে আত্মহারা হয়ে ওঠেন বাংলাদেশের মেয়েরা। ড্রেসিংরুমে নাচে-গানে মেতে ওঠেন তারা।
মঙ্গলবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৮.৫ ওভারে মাত্র ১৮৪ রানে অলআউট হয়ে যায়। এতো কম রান হাতে নিয়েও দুর্দান্ত লড়াই দেন বাংলাদেশের বোলাররা। ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ ওভারে ১২৪ রানে অলআউট করে দেয় তারা। বাংলাদেশের হয়ে ৩০ রানে ৩ উইকেট নিয়েছেন বাম হাতি স্পিনার নাহিদা আক্তার। এছাড়াও ২টি করে উইকেট নেন রাবেয়া খান, ফাহিমা খাতুন ও মারুফা আক্তার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান করেনশেমাইন ক্যাম্পবেল। তিনি ৪৩ বলে ২৮ রান করেছিলেন।
বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৬৮ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। ১২০ বলের ইনিংসে ৫টি চার মারা নিগার এক প্রান্ত ধরে রেখেছিলেন বলেই বাংলাদেশের স্কোর ১৮০ পেরোয়। এই বছর ভারতে অনুষ্ঠিত হবে ওডিআই বিশ্বকাপ। সরাসরি খেলার সুযোগ পাবে আয়োজক দেশ ভারত সহ উইমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষ ৬টি দল। এছাড়াও বাছাই পর্বের মাধ্যমে সুযোগ পাবে আরও ২টি দল। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ওডিআই ম্যাচে হারানোর পর উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পয়েন্ট ২৩ ম্যাচে ২১। সব ম্যাচ খেলে ফেলা নিউজিল্যান্ডেরও পয়েন্ট ২১। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় এখনও ৬ নম্বরে রয়েছে কিউয়িরা। সিরিজের শেষ ম্যাচ জিততে পারলে সরাসরি বিশ্বকাপের মূলপর্ব খেলার ছাড়পত্র পাবে বাংলাদেশ। নয়তো খেলতে হবে যোগ্যতা অর্জন পর্ব।